ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ঠিকাদারের কাণ্ড ॥ অসুস্থ ১০

প্রকাশিত: ০৪:০২, ২৯ এপ্রিল ২০১৬

সৈয়দপুরে ঠিকাদারের কাণ্ড ॥ অসুস্থ ১০

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তুষের পরিবর্তে পুরনো টায়ার, পরিত্যক্ত স্যান্ডেল আগুনে দিয়ে রাস্তা সংস্কারে পিচ (বিটুমিন) গলানোর কাজে ব্যবহারে সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, সৈয়দপুরে জনৈক প্রভাবশালী সানু ঠিকাদারের লোকজন আবাসিক এলাকার মধ্যে পিচ গলানোর কাঁচামাল হিসেবে তুষের পরিবর্তে ওই সব ব্যবহার করায় ঝাঁঝালো গন্ধে বমি ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছে শিশুসহ ১০ নারী-পুরুষ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী এ ঘটনা সৈয়দপুর পৌরসভাকে অবগত করলেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে ওই রাস্তার সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার এলাকাবাসী জানায়, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নতুন বাবুপাড়া মহল্লায় পিচ গলানোর ক্যাম্প করে ওই ঠিকাদার। অথচ তিনি রাস্তার কাজ করছেন ১২ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি রাস্তার। এলাকাবাসীর অভিযোগ, পিচ (বিটুমিন) গলানোর কাজে ঠিকাদারের লোকজন তুষের পরিবর্তে ব্যবহার করছিলেন বাইসাইকেলের পুরনো টায়ার, পায়ের জুতা ও স্যান্ডেল। আর এসব কাঁচামালের তীব্র গন্ধে ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়ে। বাইসাইকেলে বা মোটরসাইকেলের পুরনো টায়ার, পায়ের পরিত্যক্ত স্যান্ডেল আগুনের ঝাঁঝালো গন্ধ ও কালো ধোঁয়া এলাকাকে বিষাক্ত করে তোলে। শিশুরা কাশতে কাশতে বমি করতে থাকে। এদের মধ্যে চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয় মাওয়া (৫), সিয়াম (৬), ইয়ামিন (২) ও সোয়ানসহ (১০) ১০ জনকে। আর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সহিদা বেওয়াকে (৬০)। কিবরিয়া হত্যা মামলার শুনানি হয়নি স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্দিষ্ট থাকলেও সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান অনুপস্থিত থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, বিচারক আদালতে আসতে না পারায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
×