ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সর্বমোট ৪৫টি চালু করার পরিকল্পনা

পাঞ্জাবে পাক-ভারত সীমান্তে লেজার ওয়াল চালু

প্রকাশিত: ০৩:৫৮, ২৯ এপ্রিল ২০১৬

পাঞ্জাবে পাক-ভারত সীমান্তে লেজার ওয়াল চালু

ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যে ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে কমপক্ষে আটটি লেজার ওয়াল চালু করা হয়েছে। ঝুঁকিপূর্ণ নদী অববাহিকা ও দুর্গম এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এ পদক্ষেপ নেয়া হলো। খবর এনডিটিভির। ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ নদী অববাহিকা ও দুর্গম এলাকার সীমান্তে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা চালু করতে এই লেজার ওয়াল চালু করা হয়েছে। অনুপ্রবেশকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর নজরদারিও এই ব্যবস্থার লক্ষ্য। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সিনিয়র কর্মকর্তা বলেন, পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে নাজুক ও স্পর্শকাতর বিভিন্ন এলাকায় আটটি লেজার ওয়াল স্থাপন করা হয়েছে। সেগুলো কাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও চারটি লেজার ওয়াল চালু করা হবে। আন্তর্জাতিক সীমান্তে স্থাপন করা এই লেজার ওয়ালগুলো বিএসএফ পর্যবেক্ষণ করছে। যা জম্মু ও কাশ্মীর রাজ্যের ইন্দো-পাক ইন্টারন্যাশনাল বর্ডার, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটে বিস্তৃত। ভারতী সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সীমান্তের এই লেজার ওয়াল চালুর বিষয়ে প্রায় দুই বছর আগে সিদ্ধান্ত নেয় বিএসএফ। কিন্তু সম্প্রতি পাঞ্জাবের পাঠানকোটে সন্ত্রাসী হামলার পর সীমান্তে লেজার ওয়াল স্থাপন ও তা চালুর বিষয়টি ত্বরান্বিত করা হয়। পাঠানকোটে হামলাকারীরা পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল বলে ধারণা করা হয়। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ভারতের পাঞ্জাব ও জম্মুর আন্তর্জাতিক সীমান্তে সর্বমোট ৪৫টি লেজার ওয়াল চালু করার পরিকল্পনা আছে ভারতীয় কর্তৃপক্ষের। এজন্য লাইন অব কন্ট্রোল থেকে একটি ইউনিট প্রত্যাহার করে নিয়ে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। এছাড়া বিএসএফের চারটি অতিরিক্ত ব্যাটালিয়ন পাঞ্জাব ও জম্মু সীমান্তে যোগ দেবে।
×