ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুম-খুনের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত থাকলে পুলিশ কি করে -গয়েশ্বর

প্রকাশিত: ০১:১৮, ২৮ এপ্রিল ২০১৬

গুম-খুনের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত থাকলে পুলিশ কি করে -গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ সরকারি দলের নেতাদের অভিযোগ মতে গুম-খুনের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত থাকলে পুলিশ কি করে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খুলনা বিভাগ বিএনপি আয়োজিত দলের সিনিয়র নেতা সিঙ্গাপুরে চিকিৎসাধীন তরিকুল ইসলামের রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, সরকারের ইশারার বাইরে দেশে গুম-খুণ হয় না বলে জনগণ মনে করে। কিন্তু গুম-খুণের ঘটনা ঘটলেই সরকারের পক্ষ থেকে বলা হয় এটি বিএনপি-জামায়াতের কাজ। এসব ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত থাকলে প্রধানমন্ত্রী কি বসে বসে ঘোড়ার ঘাস কাটেন? তিনি সরকারের চক্রান্ত ও অপকর্ম মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। পদের জন্য গলা না শুকিয়ে জনগণের জন্য গলা শুকান। আন্দোলনে রাস্তায় নামুন। গয়েশ্বর বলেন, সরকারের চাপাবাজি জনগণ ভালভাবেই বোঝে। তারা বোঝে এ সরকারের উদ্দেশ্য কী? কোনো ঘটনা ঘটলেই সরকার পুরনো ভাঙ্গা ক্যাসেট বাজিয়ে বলে এ সবের সঙ্গে জামায়াত-শিবির ও বিএনপি জড়িত। কিন্তু ঘটনার সঙ্গে জড়িতরা ধরা পড়ার পর দেখা যায় আসলে তা নয়। এ সব বোঝার জন্য বুদ্ধিমান লোকের প্রয়োজন হয়। তিনি বলেন, তরিকুল ইসলাম সব সময় দলের জন্য চিন্তা-ভাবনা করেন। তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থেকেও কর্মীদের নির্দেশনা দেন। আন্দোলনে কাজ করতে তাদের উৎসাহিত করেন। তরিকুল ইসলামের রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা রজরুল ইসলাম খান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দলের নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের মহাসচিব মাওলানা শাহ নেসারুল হক।
×