ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসিআইয়ের শেয়ার লেনদেন হলো ৫৬ টাকায়

প্রকাশিত: ০১:১৭, ২৮ এপ্রিল ২০১৬

এসিআইয়ের শেয়ার লেনদেন হলো ৫৬ টাকায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসিআই লিমিটেডের শেয়ার ভুলবশত ৫৬ টাকায় লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে। হঠাৎ এত কম টাকায় শেয়ারটি লেনদেন ভুলবশত হয়েছে না অন্য কোনো কারসাজি রয়েছে তা খতিয়ে দেখবে ডিএসই। এ কোম্পানিটির শেয়ার ৫৮০ টাকায় প্রারম্ভিক লেনদেন হয়। কিন্তু কোন করণ ছাড়াই সাড়ে পাঁচশত টাকার উপরে থাকা শেয়ারটি হঠাৎ ৫৬ টাকায় লেনদেন হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এ ঘটনায় ডিএসইর মূল সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ হিসাব বছরের জন্য ১১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত এ লভ্যাংশে বিনিয়োগকারীরা সন্তুষ্ট না হওয়ায় শেয়ারটিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ছাড়া লভ্যাংশ ঘোষণার কারণে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর হ্রাস-বৃদ্ধিতে কোন সীমা রাখা হয়নি। কিন্তু কোনো কারণ ছাড়াই পাঁচশত টাকা দরের একটি শেয়ার শুধুমাত্র ৫৬ টাকায় লেনদেন হবে এটা ভাবার বিষয়। এ ধরনের ঘটনায় অন্য কোনো কারসাজি আছে কি-না তা খতিয়ে দেখা দরকার। উল্লেখ্য, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ হিসাব বছরের জন্য ১১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ ঘোষণার কারণে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর হ্রাস-বৃদ্ধিতে কোনো সীমা নেই। যে কারণে কেউ ভুল করে থাকলেও লেনদেন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ডিএসইর ঊর্ধ্বতন পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে ঘটনাটি ঘটেছে আমরা তা দেখেছি। এটা নিয়ে কাজ চলছে পরে বোঝা যাবে।
×