ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির ঘটনায় ফিলরেমের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০১:১৫, ২৮ এপ্রিল ২০১৬

রিজার্ভ চুরির ঘটনায় ফিলরেমের বিরুদ্ধে মামলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের বিরুদ্ধে মামলা করেছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল-এএমএলসি। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা, মাইকেল বাতিস্তা ও অ্যান্থনি পেলোজোর বিরুদ্ধেও মামলায় অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং আইনে এই মামলা করা হয়। এর আগে বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে পাচারের অভিযোগে আরসিবিসির বরখাস্ত শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো, চীনা ব্যবসায়ী কিম ওং, ওয়েক্যাং জুসহ ৭ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দেশটির বিচার বিভাগ। মামলাগুলোর প্রাথমিক তদন্ত চলছে। এদিকে, ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর চেষ্টা করেছে হ্যাকাররা। সম্প্রতি সফটওয়্যার হালনাগাদের আগে সুইফটের বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার কথা জানায় গ্লোবাল ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক। এর সুযোগ নিয়েই হ্যাকাররা এ হামলা চালানোর চেষ্টা করে বলে জানিয়েছেন ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
×