ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচি

প্রকাশিত: ২৩:৫৬, ২৮ এপ্রিল ২০১৬

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “গরিব দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে র‌্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটি । এ উপলক্ষে সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। এতে বিচারক, আইনজীবিসহ বিভিন্ন পেশাজীবিগন অংশ নেন। পরে জেলা জজ আদালতের সভাকক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি’র চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ শাহীদুল ইসলাম আজামী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটি’র অফিসার সিনিয়র সহকারী জজ শাহদেব চন্দ্র, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে মাহাবুবুর রহমান, জেলা আইনজীবি সমিতি’র সভাপতি তোজাম্মেল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জিপি আলতাফুর রহমান খান প্রমূখ। বক্তাগন অসহায় গরিব দুঃখী মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড কমিটি’র সার্বিক সহযোগিতার বিষয় উল্লেখ করে এর প্রচারপ্রচারণা আরও বৃদ্ধির আহবান জানান। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অর্ধশত দাতা রক্তদান করেন।
×