ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাবনায় আইনগত সহায়তা দিবসে র‌্যালী

প্রকাশিত: ২৩:১৯, ২৮ এপ্রিল ২০১৬

পাবনায় আইনগত সহায়তা দিবসে র‌্যালী

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ “গরিব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে ও পাবনা প্রতিশ্র“তি’র সহায়তায় বৃহস্পতিবার পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপনে জেলা জজকোর্ট চত্ত্বর থেকে পাবনা শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবদুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার আলমগীর কবির, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নাজিমুদ্দৌলা, পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মঞ্জুরা রহমান প্রমুখ। সভাটি পরিচালনা করেন যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ শাহাদৎ ও শাহনাজ নাসরীন খান। আলোচনা সভা শেষে লিগ্যাল এইড বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক প্যাচালী গান ও নাটক পরিবেশন করেণ শহীদ এম এ গফুর সাংস্কৃতিক একাডেমী।
×