ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশিত: ২১:২৯, ২৮ এপ্রিল ২০১৬

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘গরিব-দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার’। গাইবান্ধা লিগ্যাল এইড কমিটি দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে। গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল টি-শার্ট ও ক্যাপ বিতরন, মেলা, র‌্যালী, রক্তদান কর্মসূচী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুটি পর্বে বিভক্ত কর্মসূচীর মধ্যে প্রথম পর্বে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা জজ কোর্ট চত্বর থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দিনব্যাপী জজ কোর্ট চত্বরে একটি মেলারও উদ্বোধন করা হয়। দ্বিতীয় পর্বে জজ কোর্ট চত্বরে জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্ত হয়। এদিকে লিগ্যাল এইড দিবস উপলক্ষে জজ কোর্ট চত্বরে মেলায় ৮টি স্টল খোলা হয়। যাতে স্বেচ্ছাসেবী সংগঠন ও লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে নানা প্রদর্শনীরও আয়োজন করা হয়।
×