ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাড়ে তিন ওভারে সেঞ্চুরি করে রেকর্ড ক্যারিবিয়ান ক্রিকেটারের

প্রকাশিত: ২১:২৪, ২৮ এপ্রিল ২০১৬

সাড়ে তিন ওভারে সেঞ্চুরি করে রেকর্ড ক্যারিবিয়ান ক্রিকেটারের

অনলাইন ডেস্ক ॥ ১৫টি ছয় এবং পাঁচটা চার। ছয়গুলির মধ্যে তিনটি ক্ষেত্রে আবার বলটাই গেল হারিয়ে। সেঞ্চুরি করতে সময় নিলেন সাড়ে তিন ওভার। তাঁর দাপটে বিপক্ষের ১৫২ রানের টার্গেট ৮ ওভারেই টপকে গেল স্ক্রাবোরো। আর একাধিক রেকর্ড করে শেষ পর্যন্ত ৩১ বলে ১৩১ রান করে অপরাজিত থেকে গেলেন ২৩ বছরের ইরাক টমাস। দিন দু’য়েক আগে টোবাগো ক্রিকেট অ্যাসোসিয়েশনের টি২০ টুর্নামেন্টের একটি ম্যাচে এই সাংঘাতিক ইনিংস খেলেছেন টোবাগোর ব্যাটসম্যান টমাস। কয়েক দিন আগে তাঁর ৫৩ বলে ৯৭ রানের ইনিংসে জাত চিনিয়েছিলেন। কিন্তু এ দিন যা করলেন তা এক কথায় বিধ্বংসী। যার দৌলতে পুরনো সব রেকর্ড ভেঙে টি২০-এর দ্রুততম শতরানের মালিক হলেন তিনি। রেকর্ড করে অত্যন্ত খুশি টমাস বললেন, “টি২০-তে এটাই আমার প্রথম সেঞ্চুরি। আজ যে ভাবে চেয়েছি, যে ভাবে মারতে চেয়েছি সব হয়েছে। আগে থেকে ভেবে এমন ইনিংস খেলা যায় না। এরকম ইনিংস আরও খেলতে চাই।” টমাসের আরও এরকম ইনিংস খেলার ইচ্ছার কথা বোলাররা শুনলেন কি? সূত্র : আনন্দবাজার পত্রিকা
×