ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডোপিংয়ের অভিযোগ, ক্ষিপ্ত নাদাল

প্রকাশিত: ২০:২৪, ২৮ এপ্রিল ২০১৬

ডোপিংয়ের অভিযোগ, ক্ষিপ্ত নাদাল

অনলাইন ডেস্ক॥ প্রচণ্ড রেগে গেছেন রাফায়েল নাদাল। কেন? কার ওপরে? ফ্রান্সের প্রাক্তন এক মন্ত্রীর মন্তব্যে। ওই মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, নিষিদ্ধ ড্রাগ নেন নাদাল। গোটা ব্যাপারটায় এতটাই বিরক্ত হয়েছেন নাদাল যে, ওই মন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছেন। এখানেই শেষ নয়, তিনি চিঠি লিখলেন ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের কাছে। চিঠিতে কী লিখেছেন? নাদাল সাফ জানিয়েছেন, ‘ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট ডেভিড হেগার্টিকে অনুরোধ করছি, আমার ডোপ পরীক্ষার রিপোর্ট ও রক্ত পরীক্ষার রিপোর্ট জনসাধারণকে জানানো হোক। অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করছি, এখন টেনিস দুনিয়ার যে কেউ, যখন-‌তখন কারও নামে অভিযোগ করছে!‌ কোনও তথ্য ছাড়াই বলে দিচ্ছে, অমুকে ড্রাগ নিয়েছে, তমুকে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছে!‌ আমি তো বলব, যারা এরকম ভুলভাল খবর রটাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনেরও।’ - সূত্র : আজকাল
×