ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরাকে আলজাজিরার কার্যক্রম নিষিদ্ধ

প্রকাশিত: ১৯:৩৮, ২৮ এপ্রিল ২০১৬

ইরাকে আলজাজিরার কার্যক্রম নিষিদ্ধ

অনলাইন ডেস্ক॥ আলজাজিরার বাগদাদ ব্যুরোর কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করে দিয়েছে ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম কমিশন। এর ফলে ইরাকে আর কোনো প্রতিবেদন করতে পারবে না আলজাজিরা। আলজাজিরার খবরে বলা হয়, বুধবার এক চিঠিতে কর্তৃপক্ষ আলজাজিরাকে জানিয়েছে, আলজাজিরার লাইসেন্সকে অবৈধ ঘোষণা করা হয়েছে ইরাক থেকে। কারণ হিসেবে দেখানো হয়েছে, আলজাজিরা ইরাকের সম্প্রচার নিয়ম নীতির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছে। এমন সিদ্ধান্তে মর্মাহত এবং অবাক হয়েছে আলজাজিরা কর্তৃপক্ষ। তবে বিশ্বের অন্যান্য দেশের মতোই ইরাকেও তারা সম্প্রচার চালিয়ে যাবে। এক বিবৃতিতে আলজাজিরা দাবি করে, নিয়ম-নীতি সবসময় মেনেই সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে আলজাজিরা। চ্যানেলটি সৃষ্টির শুরু থেকেই পেশাদারিত্বের বেলায় তারা বিশ্ব মানদণ্ড বজায় রেখে চলেছে। সম্প্রচার নীতির আইন ভঙ্গ করা হয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছে আলজাজিরা। বিবৃতিতে বলা হয়, ইরাক সরকারের এমন সিদ্ধান্ত বাক স্বাধীনতার পরিপন্থী।
×