ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উইলিয়ামসন তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডের অধিনায়ক

প্রকাশিত: ১৯:০০, ২৮ এপ্রিল ২০১৬

উইলিয়ামসন তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডের অধিনায়ক

অনলাইন ডেস্ক॥ এই কাজের জন্য তার চেয়ে যোগ্য ভাবা যাচ্ছে না কাউকে। টি-টোয়েন্টি ও ওয়ানডের অধিনায়ক আগে থেকেই। এখন কেন উইলিয়ামসনের ওপর তুলে দেয়া হলো টেস্ট অধিনায়কত্বের দায়িত্বও। টেস্টে নিউজিল্যান্ডের ২৯তম আধিনায়ক হলেন উইলিয়ামসন। ব্রেন্ডন ম্যাককালাম ছিলেন টেস্ট অধিনায়ক। ফেব্রুয়ারিতে অবসরে গেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তার থাকার সময়টাতেই উইলিয়ামসন কিউইদের সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিতে থাকেন। গেলো বিশ্বকাপে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছেন। এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। টেস্ট অধিনায়কের আর্মব্যান্ডটা তার কাছে তুলে দেয়া ছিল কেবল আনুষ্ঠানিকতা। অকল্যান্ডে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ঘোষণাটা দিলো। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, "অনেক দিন হলো দলের নেতৃত্বে আছে কেন। নিজেকে খুবই সামর্থ্যবান অধিনায়ক হিসেবে প্রমাণ করেছে। মাঠ ও মাঠের বাইরে শ্রদ্ধেয় সে। তার ক্রিকেট মস্তিস্কও ক্ষুরধার।" জুলাই-আগস্টে আফ্রিকা সফরে যাবে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে। ২৫ বছর বয়স উইলিয়ামসের। স্টিফেন ফ্লেমিং ও জন পার্কারের পর দেশের তৃতীয় সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হলেন। এমন গৌরবের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত উইলিয়ামসন বলেছেন, "অবশ্যই এটা সম্মানের। অধিনায়ক হিসেবে উপভোগ করছি। এই দল অনেক কিছু অর্জন করতে পারে।"
×