ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল

দিল্লীকে ১ রানে হারিয়ে ফের শীর্ষে গুজরাট

প্রকাশিত: ০৮:৩৪, ২৮ এপ্রিল ২০১৬

 দিল্লীকে ১ রানে হারিয়ে ফের শীর্ষে গুজরাট

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস মরিসের অতিমানবীয় ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি এসেও স্বপ্নভঙ্গ হয়েছে দিল্লী ডেয়ারডেভিলসের। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাট লায়ন্সের কাছে মাত্র ১ রানে হেরেছে স্বাগতিক দিল্লী। বুধবার রাতে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রান করে গুজরাট। ১৭৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করতে সক্ষম হয় জহির খানের দিল্লী। এই জয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে গুজরাট। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট ভা-ারে সুরেশ রায়নার দলের। টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান দিল্লী কা-ারি জহির খান। উদ্বোধনী জুটিতে ডোয়াইন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককুলাম ১১২ রান করে দলের বড় রানের ভিত গড়ে দেন। স্মিথ ৫৩, ম্যাককুলাম ৬০, দিনেশ কার্তিক ১৯ ও জেমস ফকনার হার না মানা ২২ রান করলে ১৭২ রানের পুঁজি পায় গুজরাট। দিল্লীর ইমরান তাহির ২৪ রানে ৩ ও ক্রিস মরিস ৩৫ রানে ২ উইকেট লাভ করেন। ১৭৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই গুজরাটের বোলারদের তোপের মুখে পড়েন দিল্লীর ব্যাটসম্যানরা। দলীয় ৫৭ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। কিন্তু পঞ্চম উইকেটে মরিস ও জেপি ডুমিনি ৮৭ রানের জুটি গড়ে দিল্লীকে ম্যাচে ফেরান। দলীয় ১৪৪ রানে ব্যক্তিগত ৪৮ রান করে ডুমিনি আউট হলেও মরিস ঠিকই ঝড়োব্যাটিং করতে থাকেন। মূলত তার ব্যাটেই জয়ের কাছাকাছি পৌঁছে যায় দিল্লী। কিন্তু শেষ ওভারে তেমন জ্বলে উঠতে পারেননি তিনি। ফলে ২০ ওভারে ৫ উইকেটে দিল্লির ইনিংস থেমে যায় ১৭১ রানে। মাত্র ১ রানে হেরে চোখের জলে মাঠ ছাড়েন মরিসরা। মাত্র ৩২ বলে চারটি চার ও আটটি ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন মরিস। তবে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরা হয়ে কিছুটা সান্ত¡না খুঁজে পেয়েছেন তিনি। গুজরাটের ধাওয়াল কুলকার্নি ১৯ রানে ৩ উইকেট লাভ করেন। আইপিএল পয়েন্ট তালিকা- দল ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট গুজরাট ৬ ৫ ১ ১০ +০.০৩৭ কলকাতা ৫ ৪ ১ ৮ +০.৯২২ দিল্লী ৫ ৩ ২ ৬ +০.২৪৪ হায়দরাবাদ ৬ ৩ ৩ ৬ -০.০৮৬ মুম্বাই ৭ ৩ ৪ ৬ -০.২৬৮ পুনে ৬ ২ ৪ ৪ +০.৩২০ ব্যাঙ্গালুরু ৫ ২ ৩ ৪ +০.২৩০ পাঞ্জাব ৬ ১ ৫ ২ -১.১৭৪
×