ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাকরিবিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৫৩, ২৮ এপ্রিল ২০১৬

 চাকরিবিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ আন্দোলনরত সরকারী নার্সদের সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, আইনকানুন ও শৃঙ্খলা মেনে সরকারী কর্মকর্তা-কর্মচারীকে চাকরি করতে হবে। চাকরিবিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। কোন উস্কানিতে বিভ্রান্ত না হয়ে শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ না করার জন্য তিনি সরকারী চাকরিরত নার্সদের নির্দেশ দেন। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারী হাসপাতালে নার্স নিয়োগসংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, সেবা পরিদফতরের পরিচালক নিলুফার ফরহাদসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কমিউনিটি ক্লিনিক প্রকল্প ॥ এর আগে স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) এক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, আগামী পাঁচ বছরের অপারেশনাল প্ল্যানে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহার করে সরকার স্বাস্থ্য খাতের কর্মসূচীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে। পাশাপাশি ই-হেলথ কার্যক্রমের মাধ্যমে দেশের স্বাস্থ্য সূচকের অগ্রগতিতেও অর্জিত হয়েছে যুগান্তকারী সাফল্য। তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতে জবাবদিহিতা ও মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। এই খাতের উন্নয়নের জন্য এই দুই উপাদান খুবই জরুরী। বুধবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে ‘স্বাস্থ্য খাতে জবাবদিহিতা ও সূচক পরিমাপ’ বিষয়ক আন্তঃদেশীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএসএআইডি, জার্মান সংস্থা জিআইজেডের সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই সম্মেলনের আয়োজন করছে। তিন দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মিয়ানমার, নেপাল, ভুটান, কম্বোডিয়ার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন।
×