ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিয়মিত ভ্যাট দেয় মাত্র ৩২ হাজার প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৭:০৭, ২৮ এপ্রিল ২০১৬

নিয়মিত ভ্যাট দেয় মাত্র ৩২ হাজার প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৮ লাখ ৪০ হাজার। অথচ নিয়মিত ভ্যাট দেয় মাত্র ৩২ হাজার প্রতিষ্ঠান। বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে অনুষ্ঠিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধীনে উৎসে মূসক কর্তন বিষয়ক সেমিনারে এই তথ্য উঠে আসে। এতে অতিরিক্ত কমিশনার জাকির হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আব্দুস সামাদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত আবদুস সামাদ (লাবু) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার পর্ষদের ২৯১তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি আগামী এজিএম মেয়াদের জন্য নির্বাচিত হন। আবদুস সামাদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার অধিবাসী আবদুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিঃ এর চেয়ারম্যান। -বিজ্ঞপ্তি
×