ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বে-মেয়াদীতে রূপান্তরের প্রস্তাব তিন ফান্ডের

প্রকাশিত: ০৭:০৫, ২৮ এপ্রিল ২০১৬

বে-মেয়াদীতে রূপান্তরের প্রস্তাব তিন ফান্ডের

তিন মেয়াদী ফান্ডকে বে-মেয়াদী স্কিমে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এগুলো হলো: তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড। বুধবার বিএসইসির ৫৭০তম সভায় এসব ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তর করা হয়। বিএসইরি নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংশোধনীসহ (কনভারসন গাইডলাইন অনুসরণ করার কারণে) এসব ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে কমিশন। আর এসব ফান্ড মেয়াদী থেকে বে-মেয়াদীতে রূপান্তরিত হয়েছে। তৃতীয় ফান্ডের প্রত্যাশিত আকার ৪৪ কোটি টাকা, চতুর্থ আকার ফান্ডের ৩১ কোটি ৫০ লাখ টাকা এবং পঞ্চম আইসিবি ফান্ডের প্রত্যাশিত আকার ৪৬ কোটি টাকা। -অর্থনৈতিক রিপোর্টার এবি ব্যাংকের রাইট শেয়ার ঘোষণা রাইট ঘোষণা করেছে পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। ৫টি শেয়ারের বিপরীতে ৪টি শেয়ার রাইট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। মঙ্গলবার কোম্পানির ৬০২তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২.৫০ টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকায় রাইট ছাড়তে চায় এবি ব্যাংক। জানা গেছে, ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২.৫০ টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকায় রাইট ছাড়তে চায় এবি ব্যাংক। এর জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে। ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে কোম্পানিটি। অনুমোদন পাওয়ার পর শেয়ারহোল্ডারদের থেকে টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। -অর্থনৈতিক রিপোর্টার
×