ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘দ্য জাঙ্গল বুক’-এর সাফল্য

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ এপ্রিল ২০১৬

‘দ্য জাঙ্গল বুক’-এর সাফল্য

সম্প্রতি মুক্তি পেয়েছে তারকাবহুল সিনেমা ‘দ্য হান্টসম্যান উইন্টারস ওয়ার’, যেটি ২০১২ সালের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘স্নো ওয়াইট এ্যান্ড দ্য হান্টসম্যান’-এর প্রিকুয়াল। ‘দ্য জাঙ্গল বুক’-এর উড়ন্ত সাফল্যের কাছে নতি স্বীকার করতে হয়েছে সিনেমাটিকে। মুক্তির প্রথম সপ্তাহে ক্রিস হেমসওয়ার্থ, এমিলি ব্লান্ট এবং শার্লিজ থেরন অভিনীত সিনেমাটি আয় করতে পেরেছে মাত্র ২ কোটি মার্কিন ডলার। ‘দ্য জাঙ্গল বুক’-এর জন্য হলিউডি অন্যান্য সিনেমাগুলোও খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। দুর্বার গতিতে এগোচ্ছে ‘দ্য জাঙ্গল বুক’- এর সাফল্যরথ। মার্কিন যুক্তরাষ্ট্রে বক্স অফিসের নিয়ন্ত্রণ এখন রুডইয়ার্ড কিপলিংয়ের অনবদ্য সৃষ্টি চরিত্রগুলোর দখলে। শুধু মার্কিন মুলুক থেকেই সিনেমাটি এখন পর্যন্ত উঠিয়ে এনেছে ১৯ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। ২০১৫ সালে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর তালিকায় চতুর্থ স্থানে এখন অবস্থান করছে ‘দ্য জাঙ্গল বুক’। ‘দ্য জাঙ্গল বুক’-এর দাপটে শুধু মার্কিন বক্স অফিসেই নয়, ভারতের বাজারেও হিন্দী সিনেমাগুলোর কাটতি আপাতত স্থিমিত । ২০১৬ সালে ভারতে সবচেয়ে বেশি আয় করা সিনেমার রেকর্ডটিও এখন নিজের করে নিয়েছে জন ফাভেরুনির্মিত ফ্যান্টাসিধর্মী সিনেমাটি। ‘এয়ারলিফট’কে হটিয়ে সিনেমাটি ভারত থেকে আয় করে এনেছে ২ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার, যা ভারতীয় বাজারে ১৩২ কোটি ৯৬ লাখ রুপি। ইংরেজী এবং হিন্দীর পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষাতেও ডাবিং করার কারণে ভারতজুড়ে বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে ‘দ্য জাঙ্গল বুক’। এই ফিল্মটি দু’সপ্তাহের মধ্যেই সিনেমাটি আয় করে ফেলেছে ৫২ কোটি ২৮ লাখ মার্কিন ডলার। এভাবে এগোতে থাকলে খুব শীঘ্রই সিনেমাটি ছাড়িয়ে যাবে এ বছর সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘জুটোপিয়া’, ‘ডেডপুল’ এবং ‘ব্যাটম্যান ভি সুপারম্যান’- এর সাফল্যকেও। এখন মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে প্রথম সপ্তাহের চাইতে আয় ৪১ শতাংশ কমে গেলেও তিন দিনের মাথাতে সিনেমাটি উঠিয়ে এনেছে ৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ব্রিটিশ-ভারতীয় লেখক রুডইয়ার্ড কিপলিংয়ের অমর সৃষ্টি ‘দ্য জাঙ্গল বুক’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় কণ্ঠ দিয়েছেন ইদ্রিস এ্যালবা, স্কারলেট জোহানসন, ক্রিস্টোফার ওয়াকেন, বিল মারে ও লুপিতা নিয়ঙ্গ। এছাড়া হিন্দী ডাবিং সংস্করণে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ইরফান খান, শেফালি শাহদের মতো শিল্পীরা। আনন্দকণ্ঠ ডেস্ক
×