ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঙালী প্রথায় বিপাশা-কারানের বিয়ে

প্রকাশিত: ০৬:৪২, ২৮ এপ্রিল ২০১৬

বাঙালী প্রথায় বিপাশা-কারানের বিয়ে

৩০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বিপাশা বসু এবং কারান সিং গ্রোভার। তবে বঙ্গসুন্দরী বিপাশার বিয়েটাও হবে বাঙালী আচার-প্রথা মেনেই। পারিবারিক আয়োজনে বিয়ে করলেও হিন্দী সিনে তারকাদের অনেকেই পরে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন রুপালি জগতের বন্ধুদের জন্য। তবে বিপাশা আর কারান ঠিক করেছেন, এরকম কোন কিছুর আয়োজন করবেন না তারা। তবে মজার বিষয় হলো, এটি কারানের তৃতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী শ্রদ্ধা নিগাম এবং জেনিফার উইঙ্গেটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। অপরদিকে এর আগে জন আব্রাহাম, দিনো মোরিয়া এবং হারমান বাওয়েজার সঙ্গে সম্পর্ক গড়লেও এটিই প্রথম বিয়ে বিপাশার। একটি বিশ্বস্ত সূত্রে জানতে পারা যায় যে, ভারতীয় ঐতিহ্য অনুসারেই সম্পন্ন পুরো আনুষ্ঠানিকতা। মেহেদী এবং সঙ্গীত উৎসব একসঙ্গে অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হবে ৩০ এপ্রিল, বিয়ের দিন সকালে। অপরদিকে দক্ষিণ মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া বিয়েটি সম্পন্ন হবে বাঙালী রীতিতে। অন্যদিকে কনে বিপাশা চান বিয়ের পুরো অনুষ্ঠানটা সবার জন্য চমকে ভরপুর রাখতে, এমনকি কারানের জন্যও। নিজে প্রধান অনুষ্ঠানের সব খুঁটিনাটির দেখাশোনা করছেন। তার বাবা-মা কলকাতা থেকে উড়ে এসেছেন তার কাজে সাহায্য করতে। বিয়ের রাতে ছোটখাটো একটি পার্টির আয়োজন করবেন বিপাশা। এই আয়োজনটিতে উপস্থিত থাকবেন বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা। আনন্দকণ্ঠ ডেস্ক
×