ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এমপির ১৫৪ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৬:৪১, ২৮ এপ্রিল ২০১৬

এমপির ১৫৪ বছর কারাদণ্ড

দুর্নীতি ও অর্থপাচারের দায়ে নাইজিরিয়ার সাবেক এমপি গ্যাব্রিয়েল দাউদুকে ১৫৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির কোজি প্রদেশের এই এমপির বিরুদ্ধে ৭৭টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেয়া হয় বলে দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানিয়েছে। তার বিচার শুরু হয় ২০১০ সালে। তার বিরুদ্ধে ৭০ লাখ ডলার পাচারের অভিযোগ রয়েছে।- বিবিসি জোড়-বিজোড়ের প্রতিবাদে দিল্লীতে জোড়-বিজোড় ফর্মুলা জারির প্রতিবাদ জানিয়ে বুধবার ঘোড়ায় চড়ে পার্লামেন্টে যান বিজেপির এমপি রাম প্রসাদ শর্মা। আরেক বিজেপি এমপি বিজয় গোয়েল প্রতিবাদ জানিয়ে পোস্টার সাঁটা গাড়িতে চেপেই পার্লামেন্টে যান। সোমবার জোড়-বিজোড় ফর্মুলা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে। এই ফর্মুলার জেরে দুর্নীতি মাথাচাড়া দিচ্ছে বলে অভিযোগ করেন একাধিক এমপি। তাদের দাবি, এমপিদের এই ফর্মুলার আওতায় এনে অপমান করা হচ্ছে। দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দূষণ রোধ করতে এই ফর্মুলা চালু করেন। -ওয়েবসাইট
×