ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন গোয়েন্দা প্রধানের সতর্কবাণী

ইউরোপে স্লিপার সেল ঢুকিয়েছে আইএস

প্রকাশিত: ০৬:৪০, ২৮ এপ্রিল ২০১৬

ইউরোপে স্লিপার সেল ঢুকিয়েছে আইএস

ইউরোপের উন্মুক্ত সীমান্ত ইসলামিক স্টেটকে মহাদেশজুড়ে ও যুক্তরাজ্যে সিøপার সেল ঢোকানোর সুযোগ করে দিয়েছে। এসব সেল প্যারিস ও ব্রাসেলসের হামলার ধাঁচে ব্যাপক হত্যাকা- ঘটাতে তৈরি রয়েছে। আমেরিকার গোয়েন্দা প্রধান এ সতর্কবাণী উচ্চারণ করেন। খবর টেলিগ্রাফের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেমস ক্ল্যাপার হুঁশিয়ার করেছেন যে, ইউরোপীয় ইউনিয়নে নাগরিকদের অবাধ চলাচলের সুযোগ নিরাপত্তা রক্ষার প্রয়োজনের পরিপন্থী। তিনি বলেন, ইরাক ও সিরিয়া থেকে আগত ধর্মান্ধরা ফ্রান্স ও বেলজিয়ামের মতো ব্রিটেন, জার্মানি ও ইতালিতেও নৃশংস হামলা চালানোর গোপন ষড়যন্ত্র করছে। কেউ কেউ ইউরোপে অনুপ্রবেশ করতে অভিবাসী সঙ্কটের সুযোগ নিয়েছে বলে তিনি সতর্ক করে দেন। তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও ভালভাবে গোয়েন্দা তথ্য বিনিময়ের আহ্বান জানান। তার মন্তব্যে আইএস যুক্তরাজ্যে ব্যাপক রক্তক্ষয়ী হামলা চালাতে বদ্ধপরিকর বলে এমআইফাইভ প্রধানের সতর্কবাণীও প্রতিধ্বনিত হয়। মার্কিন প্রেসিডেন্টের প্রধান গোয়েন্দা উপদেষ্টা ক্ল্যাপার ইউরোপে আইএসের বিস্তার ঘটছে বলেও সতর্ক করে দেন। তিনি বলেন, অবাধে লোক চলাচল করতে দিয়ে শেনজেন চুক্তি ইইউর নিরাপত্তা ক্ষুণœ করছে। ব্রাসেলস ও প্যারিসে সন্ত্রাসী হামলা চালিয়েছিল এমন ধরনের সিøপার সেলগুলো সুনির্দিষ্টভাবে যুক্তরাজ্য জার্মানি ও ইতালিতেও রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, সেখানেও আছে। তিনি বলেন, এটি স্পষ্টতই আমাদের উদ্বেগের বিষয়, আমাদের ইউরোপীয় মিত্রদের উদ্বেগের বিষয়। আপনারা যেসব দেশের নাম বললেন, আমরা সেসব দেশে আইএসের ষড়যন্ত্রের প্রমাণ দেখে চলেছি। নবেম্বরে প্যারিসে ১৩০ জনের হত্যাকাণ্ডের পেছনে আইএস ধর্মান্ধদের হাত ছিল।
×