ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাইমারি ভোটে পাঁচটিতে ট্রাম্প চারটিতে হিলারির জয়

বেজে উঠেছে রণদামামা

প্রকাশিত: ০৬:৩৮, ২৮ এপ্রিল ২০১৬

বেজে উঠেছে রণদামামা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পূর্বাঞ্চলীয় পাঁচটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মঙ্গলবারের প্রাইমারি ভোটের প্রতিটিতে জয় পেয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের সঙ্গে এক তীব্র লড়াইয়ের ক্ষেত্র তৈরি করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রণদামামা বেজে উঠেছে বলে মনে হচ্ছে। অন্যদিকে পাঁচটির মধ্যে চারটিতে জয় পেয়ে কার্যত প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসের নাগালের বাইরে চলে গেছেন হিলারি। খবর গার্ডিয়ান, বিবিসি ও নিউইয়র্ক টাইমসের। যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্য পেনসিলভানিয়া, কানেটিকাট, রোড আইল্যান্ড, ডেলাওয়ার ও মেরিল্যান্ডে উভয় দলের প্রাইমারির ভোট অনুষ্ঠিত হয়। এ পাঁচটি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন ক্যাসিককে সহজেই পরাজিত করেন ট্রাম্প। মার্কিন টেলিভিশন নেটওয়ার্কগুলোতে প্রদর্শিত ফলাফলে দেখা যায়, এসব অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন ট্রাম্প। এক সপ্তাহ আগে নিজ অঙ্গরাজ্য নিউইয়র্কে যে ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন তার চেয়েও বেশি ব্যবধানে এবার প্রতিদ্বন্দ্বীদের ধরাশায়ী করেছেন তিনি। রিপাবলিকান পার্টির এই অগ্রগামী প্রার্থী হিলারিকে দুর্বল কুটি বলে আক্রমণ করেছেন। ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, হিলারি একজন বাজে প্রেসিডেন্ট হবেন। এই বিশাল জয়ের পর ট্রাম্প নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে সমর্থকদের উদ্দেশে বলেন, আমি মনে করি হিলারির কাছে শুধু একটি কার্ডই আছে, তা হলো ‘ওমেন্স কার্ড’। এছাড়া তার কাছে আর কিছুই নেই। এই পাঁচ অঙ্গরাজ্যে জয়ের পর ট্রাম্পের ডেলিগেট সংখ্যা দাঁড়াল ৯৪৯, ক্রুজের ৫৪৫ ও ক্যাসিকের মোট ডেলিগেট সংখ্যা ১৫৩। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে হলে একজন প্রার্থীকে ১২৩৭ জন ডেলিগেট পেতে হবে। হিলারির এ পর্যন্ত প্রাপ্ত ডেলিগেটের সংখ্যা ১৬৪০, স্যান্ডারসের ১,৩৩১। ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে হলে মোট ২৩৮৩ জন ডেলিগেট ভোট পেতে হবে। ডেমোক্র্যাটিক দলের ৭১২ জন সুপার ডেলিগেটের মধ্যে ৫১৯ জন হিলারিকে এবং ৩৯ জন স্যান্ডারসকে সমর্থন দিয়েছেন। এদিকে হিলারি পাঁচ অঙ্গরাজ্যের মধ্যে কানেকটিকাট, ডেলাওয়ার, পেনসিলভানিয়া ও মেরিল্যান্ডে জয় পেয়েছেন। আর প্রতিদ্বন্দ্বী স্যান্ডারস শুধু রোড আইল্যান্ডে জয় পেয়েছেন। তবে তিনি প্রাইমারি প্রক্রিয়ার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
×