ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গরিব বিচারপ্রার্থীদের আইনী সহায়তা সেবা এগিয়ে নেয়ার প্রত্যয়

প্রকাশিত: ০৬:১৮, ২৮ এপ্রিল ২০১৬

গরিব বিচারপ্রার্থীদের আইনী সহায়তা সেবা এগিয়ে নেয়ার প্রত্যয়

স্টাফ রিপোর্টার ॥ গরিব ও অসচ্ছ্বল বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা সেবা কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। তিনি বলেন, যে আইনী সহায়তা সেবা দেয়া হচ্ছে তাতে অনেক সমস্যা থাকবে। আমরা সেসব সমস্যা সমাধান করে এই আইনী সহায়তা সেবা দেব। এই আইনী সহায়তা সেবার নেতৃত্ব সুপ্রীমকোর্ট থেকেই আমরা দিতে চাই। বুধবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ‘সরকারী আইন সেবা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এম ইনায়েতুর রহিম এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম এবং হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। এ ছাড়া অনুষ্ঠানে সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, মার্চ মাসে আমি লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছি। কমিটির আইনী সহায়তা সেবা দেয়া সেবাধর্মীমূলক কাজ। সেবা দেয়ার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে এবং সমস্যা সমাধানে যেসব পরামর্শ দেয়া হয়েছে সেগুলো আমরা গ্রহণের চেষ্টা করব। সৈয়দ আমিনুল ইসলাম বলেন, গত আট মাসে ১৭১ জনকে আইনী সেবা দেয়া হয়েছে। এ জন্য একেক জন আইনজীবীকে আড়াই হাজার টাকা সম্মানী দেয়া হয়েছে। এই সরকারী সেবা যেসব আইনজীবীদের মাধ্যমে দেয়া হচ্ছে তাদের সম্মানি বাড়ানোর পরামর্শ দেন তিনি।
×