ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতা টুকু হত্যা মামলায় দুই আসামি ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:১৭, ২৮ এপ্রিল ২০১৬

আওয়ামী লীগ নেতা টুকু হত্যা মামলায় দুই আসামি ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে নিজ চেম্বারে গুলিতে নিহত জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও রাজশাহী চেম্বারের সাবেক প্রশাসক জিয়াউল হক টুকু হত্যা মামলায় গ্রেফতার রবিউল ইসলাম ও জসিম উদ্দিনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালত-১ এ রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মোকসেদা আজগর তাদের তিনদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিম বাদশা জানান, মঙ্গলবার বিকেলে তাদের সাতদিনের রিমান্ডের আবেদন করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। বুধবার বিকেলে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করে তিনদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। আজ বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য বোয়ালিয়া থানা হেফাজতে নেয়া হবে বলে জানান তিনি। প্রসঙ্গত রবিবার বিকেলে নগরীর গোরহাঙ্গায় নগর ভবনের সামনে নিজ চেম্বারে জিয়াউল হক টুকু গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরের দিন সোমবার নিহত টুকুর স্ত্রী শামসুন নাহার লতা চারজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় রবিউল ও জসিমকে গ্রেফতার করলেও এখনও পর্যন্ত পলাতক রয়েছে আত্মস্বীকৃত খুনী নয়ন, তরিকুল ও অজ্ঞাত এক ব্যক্তি।
×