ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার রংপুরে রওশনকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করলেন এরশাদ

প্রকাশিত: ০৬:০৮, ২৮ এপ্রিল ২০১৬

এবার রংপুরে রওশনকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করলেন এরশাদ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা দিলেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এই ঘোষণার মাধ্যমে এরশাদ বললেন, এখন আর জাতীয় পার্টির ভেতর কোন দ্বিধাদ্বন্দ্ব রইল না। তার মৃত্যুর পর দলের হাল ধরবেন স্ত্রী রওশন এরশাদ। বুধবার বিকেল রংপুরের গঙ্গাচড়া উপজেলা মাঠে দলের এক জনসভায় তিনি এই ঘোষণা দেন। ওই জনসভায় জাতীয় পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম কাদের (জিএম কাদের) উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ওই জনসভায় অনুপস্থিত ছিলেন। জাতীয় পার্টির গঙ্গাচড়া উপজেলা সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে জনসভায় এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী, জাপার রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমানসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এরশাদ আরও বলেন, যথাসময়ে আগামী ১৪ মে শনিবার ঢাকার রমনায় জাতীয় পার্টির অষ্টম কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলন একদিনও পেছাবে না। এরশাদ বলেন, জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে সারাদেশে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি নতুনভাবে যাত্রা শুরু করবে। সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটির নেতৃত্বে জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি। তিনি বলেন, ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়ে ইতোমধ্যে ৩০ বছর পার করেছে। ১ জানুয়ারিতে জাতীয় সম্মেলন করার কথা থাকলেও সে সময়ের মধ্যে জেলা সম্মেলন না হওয়ায় তারিখ পেছানো হয়েছে।
×