ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুস্তাফিজের সঙ্গে ওয়াসিম আকরামের তুলনা!

প্রকাশিত: ০৪:৪১, ২৮ এপ্রিল ২০১৬

মুস্তাফিজের সঙ্গে ওয়াসিম আকরামের তুলনা!

স্পোর্টস রিপোর্টার ॥ দিন যত ঘনাচ্ছে, ততই যেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে নিয়ে মাতামাতি বেড়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন তো অবাকই করে দিলেন। তার কথাতে স্পষ্ট হয়ে গেল, মুস্তাফিজের সঙ্গে পাকিস্তান গ্রেট পেসার ওয়াসিম আকরামের তুলনা চলছে! একসময় বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানের আতঙ্ক ছিলেন ওয়াসিম আকরাম। তাকে ‘দ্য কিং অব সুইং’ও বলা হয়। সেই ওয়াসিমের সামনে মুস্তাফিজকে দাঁড় করিয়ে দিয়েছেন স্টেইন। বলেছেন, ‘মুস্তাফিজের যে স্কিল (দক্ষতা) রয়েছে, তা সাবেক তারকা ওয়াসিম আকরামেরও ছিল। কিন্তু আমি বলছি না যে আকরামের মতো সুইং করাতে পারছে মুস্তাফিজ। তবে বাংলাদেশের এই বোলার যখন বল করে, তখন খুব ভাল লাগে।’ মুস্তাফিজের কথা বলতে গিয়ে যখন ওয়াসিমের কথা তুলেছেন স্টেইন, তখনই আসলে তুলনা হয়ে যায়। স্টেইন আরও বলেছেন, ‘আমরা সাধারণত ডানহাতি বোলারদের দেখেছি, যারা কিনা অফ-কাটার দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে থাকে। এখন দেখছি, বাঁহাতি বোলার মুস্তাফিজ কাটার ও পেসের মিশ্রণ ঘটিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করছে।’ এরপর স্টেইন যা বললেন, তা বিস্ময় তৈরি করে দেয়। দক্ষিণ আফ্রিকার এ গতিম্যান বলেন, ‘এর আগে আমি কাউকে এমনটা করতে দেখিনি!’ আশ্চর্য হলেও সত্য। মুস্তাফিজ এ মুহূর্তে যা করে দেখাচ্ছেন, তা ‘জাদু’ ছাড়া আর কিছুই নয়। পুনের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটিতে শুধু খানিক খারাপ করেছেন। ২ ওভার বল করে ২১ রান দিয়েছেন। কোন উইকেটও পাননি। এছাড়া সবকটি ম্যাচেই ভাল করেছেন মুস্তাফিজ। শুধু ভাল নয়, চমক জাগিয়েছেন। পুরো ক্রিকেট বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছেন। মুস্তাফিজ এ পর্যন্ত আইপিএলে ৬ ম্যাচ খেলেছেন। ৭ উইকেট নিয়ে আছেন আইপিএল বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তালিকায় পঞ্চম স্থানে। তবে ২২ ওভার বল করে রান দিয়েছেন ১৩৬। যা মুস্তাফিজকে অন্য উচ্চতায় নিয়ে দাঁড় করিয়েছে। প্রতিটি ম্যাচেই অন্তত ১টি করে উইকেট পাচ্ছেন এ ‘কাটার মাস্টার’। রানও দিচ্ছেন কম। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে শুধু ৩০ রানের বেশি দিয়েছেন। পাঞ্জাবের বিপক্ষে তো ৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার এ জাদুর ছোঁয়ায় বিশ্ব ক্রিকেটও যেন ঘোরের মধ্যেই আছে। প্রশংসাতে ভেসে যাচ্ছেন মুস্তাফিজ। এক বছরের ক্যারিয়ারের তারকা খ্যাতি সেঁটে গেছে মুস্তাফিজের গায়ে। যার দুর্দান্ত সেøায়ার অফ কাটারে বিভ্রান্ত বিশ্বের নামিদামি ব্যাটসম্যান। এটাই তার মূল অস্ত্র। যা দিয়ে ক্রিকেট বিশ্ব কাঁপাচ্ছেন তিনি। যার প্রশংসায় পঞ্চমুখ গণমাধ্যমও। নিজের করা ভয়াবহ ডেলিভারি করা বলগুলো কি কখনও অবসরে দেখেন মুস্তাফিজ? প্রশ্ন উঠতেই পারে। উঠছেও। মজার ব্যাপার হলো, মুস্তাফিজ নিজের ম্যাচ কখনই দেখেন না। শুধু তাই নয়, টেলিভিশনেও খুব কম ক্রিকেট ম্যাচ দেখেন। ভারতের ডেকান ক্রোনিকেলকে দেয়া এক সাক্ষাতকারে মুস্তাফিজ নিজেই এমনটি জানান। বলেন, ‘টেলিভিশনে খুব বেশি ক্রিকেট ম্যাচ দেখা হয় না। আর নিজের ম্যাচতো কখনই দেখা হয় না। তবে শৈশব থেকেই ক্রিকেটকে অনেক পছন্দ করি। কেন পছন্দ করি, তা জানি না।’ সঙ্গে যোগ করেন, ‘আমি আমার নিজের মতোই বল করি। এছাড়া কোনকিছুই চিন্তা করি না। তবে আমি খুশি যে, বোলিং দিয়ে কিছু একটা করতে পারছি। সবচেয়ে ভাল লাগার বিষয়, দেশের জন্যও পারছি কিছু করতে, যা আমাকে তৃপ্তি দেয়।’
×