ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মো্বাইলে লেনদেন ৬শ’ কোটি টাকা ছাড়িয়েছে

প্রকাশিত: ০১:৫২, ২৭ এপ্রিল ২০১৬

মো্বাইলে লেনদেন ৬শ’ কোটি টাকা ছাড়িয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতিমাসেই মোবাইলে বাড়ছে বিভিন্ন সেবা বিল দেয়ার পরিমাণ। বাড়ছে লেনদেনের পরিমাণ। মার্চ শেষে মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৮ কোটি টাকা। আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৫৫২ কোটি টাকা। মূলত কম সময়ে টাকা পাঠানোর সুযোগের ফলে মোবাইল ব্যাংকিং সেবার দ্রুত প্রসার হচ্ছে। লেনদেন বাড়লেও গত কয়েক মাস ধরে চালু (অ্যাকটিভ) অ্যাকাউন্টের সংখ্যা কমছিল। সেই ধারা থেকে বেরিয়ে এসে মার্চে সচল অ্যাকাউন্ট বেড়ে এক কোটি ৪২ লাখে দাঁড়িয়েছে। বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ কোটি। বাংলাদেশ ব্যাংকের হালদাগান প্রতিবেদনে দেখা যায়, আগের মাসের তুলনায় মার্চে দৈনিক লেনদেনের সংখ্যা ৪ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৪০ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ২৪ লাখ ৮২ হাজার। আগের মাসের তুলনায় গত জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স সুবিধাভোগীর কাছে পৌঁছে দেওয়ার হার ২৪ দশমিক ৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৭৭ লাখ টাকা। অন্যদিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫৭ কোটি টাকার বেতন পরিশোধ করা হয়েছে। আগের মাসের তুলনায় যা ৬ দশমিক ৬৬ শতাংশ কম। এ সময় ইউটিলিটি বিল পরিশোধ প্রায় ২৮ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১৮২ কোটি ৭০ লাখ টাকা হয়েছে। অন্যান্য বাবদ পরিশোধ করা হয়েছে ২৯৯ কোটি টাকা। প্রসঙ্গত, সুবিধাবঞ্চিতদের ব্যাংকিং সেবার আওতায় আনতে ২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালুর অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এ সেবা দিচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংক প্রথম এ সেবা চালু করলেও এখন সবচেয়ে এগিয়ে আছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ। বর্তমানে ১৮টি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা থাকলেও মোট লেনদেনের উল্লেখযোগ্য অংশ হয় বিকাশের মাধ্যমে।
×