ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সড়ক দূর্ঘটনা রোধে ঠাকুরগাঁওয়ে আলোচনাসভা ॥ চালকদের কর্মশালা

প্রকাশিত: ২৩:৩৯, ২৭ এপ্রিল ২০১৬

সড়ক দূর্ঘটনা রোধে ঠাকুরগাঁওয়ে আলোচনাসভা ॥  চালকদের কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সড়ক দূর্ঘটনা রোধে গণসচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে আলোচনাসভা ও যানবাহন চালকদের নিয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি-বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেল অফিস। বুধবার সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। এর আগে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এসময় সড়ক দূর্ঘটনার কারণ ও দূর্ঘটনা রোধে বিভিন্ন দিক উল্লেখ করে ব্যাপক আলোচনার পর সুপারিশমালা প্রণয়ন করা হয়।
×