ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ১১ মাসের সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ২৩:২৭, ২৭ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে ১১ মাসের সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধারাবাহিক দরপতনের হাত থেকে যেন কোনোভাবেই রেহাই পাচ্ছে না পুঁজিবাজার। প্রতিদিনই এই পতন বাড়ছে। বুধবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে নেমে গেছে ৪ হাজার ২৩৮ পয়েন্টে; যা গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এর আগে গত বছরের ১০ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচকের অবস্থান ছিল ৪ হাজার ২৭৭ পয়েন্ট। বাজার বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থনীতির সব ধরনের সূচক উর্ধমুখী থাকলেও মূলত বিনিয়োগকারীদের মাঝে ব্যাংকের বিনিয়োগ সীমা সংক্রান্ত এক ধরনের ধোঁয়াশার সৃস্টি হয়েছে। কারণ সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার নির্দেশ দেওয়ার পরে বাংলাদেশ এখন পর্যন্ত দৃশ্যত কোন পদক্ষেপ নেয়নি। যার কারণে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বড় বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। ফলে সূচকের নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। তবে সবকিছু কাটিয়ে বাজার তার স্বাভাবিক গতিতে ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার লেনদেনের শুরু থেকেই সূচক কমতে থাকে। তবে সূচকের পতন হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইতে ৩৫৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় ১২ কোটি ৭৮ লাখ টাকা বেশি। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৬৫ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৩২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : যমুনা ওয়েল, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা বিডি, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, পাওয়ার গ্রীড ও ইস্টার্ন লুব্রিক্যান্টস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আইসিবি ১ম এনআরবি, ৭ম আইসিবি, মিরাকল ইন্ড্রাস্টিজ, প্রিমিয়ার সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, আনোয়ার গ্যালভানাইজিং, কেডিএস এক্সেসরিজ, প্রভাতি ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস ও হাক্কানী পাল্প। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাফকো স্পিনিং, রূপালী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল টিউবস, বিচ হ্যাচারী, আইসিবি, জিএসপি ফাইনান্স, মার্কেন্টাইল ব্যাংক, জাহিন টেক্সটাইল ও নদার্ন জুটস। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, যবিল যমুনা বিডি, মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম লিমিটেড, ডরিন পাওয়ার, পদ্মা ওয়েল, কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ার ও ইউনাইটেড পাওয়ার।
×