ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যারা পুড়িয়ে মেরেছে তারাই গুপ্তহত্যা করছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২২:৫৪, ২৭ এপ্রিল ২০১৬

যারা পুড়িয়ে মেরেছে তারাই গুপ্তহত্যা করছে: প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা প্রকাশ্যে মানুষ পুড়িয়ে মেরেছে, তারাই আজ পরিকল্পিতভাবে মানুষকে কুপিয়ে হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এরা গুপ্ত হত্যাকারী। এদের টার্গেট মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রী। এদের শিগগিরই চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের উন্নয়নে ফার্স্ট ট্র্যাক প্রকল্পগুলোর মনিটরিং কমিটির ৪র্থ সভায় দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে চলছে, দারিদ্র্যের হার কমেছে, মাথাপিছু আয় বেড়েছে, তখন এই ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করাই এদের লক্ষ্য। তারা হয়তো দেশের উন্নয়ন চায় না। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, অশুভ শক্তি যতই চেষ্টা করুক, দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এদের চিহ্নিত করে ধরা হবে। জঙ্গিদের কোনো ধর্মও নেই। সীমাও নেই। মানুষ যখন নামাজ পড়ে, তখন এরা খুন করতে চায়। এসময় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ঘরে ঢুকে আটজনকে গুলি করে হত্যারও নিন্দা জানান। তিনি বলেন, আশা করি যুক্তরাষ্ট্রও তাদের দেশে ওই হত্যাকাণ্ডের ব্যবস্থা নেবে। সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, রেলমন্ত্রী মজিবুল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
×