ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরগঞ্জ চর খোর্দ্দা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট

প্রকাশিত: ২২:৩৪, ২৭ এপ্রিল ২০১৬

সুন্দরগঞ্জ চর খোর্দ্দা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ উপজেলার চর খোর্দ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১০ জন ছাত্রছাত্রী থাকলেও বিদ্যালয়টি চলছে মাত্র দুইজন শিক্ষক দিয়ে। উপজেলার তারাপুর ইউনিয়নের এই চরাঞ্চলের ছাত্রছাত্রীদের লেখাপড়ার একমাত্র মাধ্যম হচ্ছে চর খোর্দ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। অথচ বিদ্যালয়টিতে প্রয়োজনীয় শিক্ষক পোষ্টিং দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজর নেই। জানা গেছে, সৃষ্ট পদে ওই বিদ্যালয়ে চার জন শিক্ষক থাকার কথা। অথচ দুই জন শিক্ষক দিয়ে কোন রকমে চলছে পাঠদান কার্যক্রম। স্থানীয় অভিভাবক আব্দুল মান্নানের সাথে কথা হলে তিনি বলেন, ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসা করে, কিন্তুু শিক্ষক সংকট থাকায় স্কুলে লেখাপড়া হচ্ছে না। প্রধান শিক্ষক আকরাম হোসেন জানান, দুই জন শিক্ষকের পক্ষে পাঁচটি শ্রেণি কক্ষে পাঠ দান করা দুঃসাধ্য। সেজন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বরাবরে শিক্ষকের চাহিদা জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সুফল পাওয়া যায়নি। তবে উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষক পদ শূন্য থাকায় নতুন শিক্ষক নিয়োগ না করা পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।
×