ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৪ বছরে সারাদেশে ৪৮২ বার ভূমিকম্প

প্রকাশিত: ০৭:৪৯, ২৭ এপ্রিল ২০১৬

১৪ বছরে সারাদেশে ৪৮২ বার ভূমিকম্প

সংসদ রিপোর্টার ॥ গত ১৪ বছরে সারাদেশে ৪৮২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ২০০২ সালে সর্বাধিক ৪৩বার দেশে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প মোকাবেলা ও পরবর্তী উদ্ধার অভিযানে অংশগ্রহণের জন্য ৬২ হাজার আরবান সার্চ এ্যান্ড রেসকিউ ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি জানান, বর্তমান ভূমিকম্প নিয়ে সারাদেশের মানুষ আতঙ্কিত। তবে সরকার সাধ্যমতো ভূমিকম্প মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা করেছে।
×