ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সারাদেশে নৌযান ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ০৭:৪৩, ২৭ এপ্রিল ২০১৬

সারাদেশে নৌযান ধর্মঘট স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে নৌযান ধর্মঘট স্থগিত করেছেন আন্দোলনরত শ্রমিক নেতারা। মঙ্গলবার রাত ১০টায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বৈঠক থেকে বের হয়ে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন তারা। বৈঠকে নৌযান শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য শ্রম মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আজ থেকেই নৌযান শ্রমিকদের তিনটি সংগঠনের সঙ্গে আলোচনা করে একটি নতুন বেতন কাঠামো দাঁড় করাবে। তবে কমিটি কত দিনের মধ্যে কাজ শেষ করবে তা নির্ধারণ করা হয়নি। আজ বুধবার এসব বিষয় স্পষ্ট করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুত-জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ছাড়াও অন্য সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে মালিক এবং শ্রমিকরা আলোচনা করে। কিন্তু উভয় পক্ষ একমত হতে না পারায় দুপুরে শুরু হওয়া বৈঠকটি রাত ১০টায় শেষ হয়। জানতে চাইলে বৈঠকে যোগ দেয়া শ্রম পরিচালক এসএম আশরাফুজ্জামান জনকণ্ঠকে বলেন, ধর্মঘট থেকে সরে এসেছে আন্দোলনরত শ্রমিকরা। তারা এখন থেকে কাজে যোগ দেবেন। গঠিত কমিটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে নতুন বেতন নির্ধারণ করবেন। গত বুধবার রাত থেকে ১২টা থেকে নৌযান শ্রমিকরা আন্দোলনে যায়। তবে সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে শুক্রবার রাত থেকে যাত্রীবাহী নৌযানের ধর্মঘট ১০ মে পর্যন্ত স্থগিত করে। কিন্তু পণ্যবাহী নৌযানে ধর্মঘট চালিয়ে যাওয়ায় চট্টগ্রাম এবং মংলা বন্দরে গতি হারায় আমদানি-রফতানি বাণিজ্য।
×