ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরে বাংলার ৫৪ তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৭:৪০, ২৭ এপ্রিল ২০১৬

শেরে বাংলার ৫৪ তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন। আর জন্ম ১৮৭৩ সালের ২৬ অক্টোবর। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- আলোচনা সভা, মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত। খবর বাসসর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এদিকে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল সাড়ে সাতটায় মরহুমের মাজারে শ্রদ্ধার্ঘ অর্পণ ও তার পবিত্র আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহল, সাধারণ মানুষের নিকট শেরে বাংলা এবং ‘হক সাহেব’ নামেই সমধিক পরিচিত ছিলেন। শেরে বাংলা ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গবর্নরের (১৯৫৬-১৯৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তার বাণীতে বলেন, এ দেশের কৃষক শ্রমিক তথা মেহনতী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এ কে ফজলুল হকের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, শেরে বাংলা এদেশের কৃষকের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সারা জীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ফলেই দেশে প্রজাস্বত্ব আইন প্রতিষ্ঠিত হয়। বাঙালী কৃষক সমাজ সামন্ত শোষণ থেকে মুক্ত হয়। বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য তার অসীম মমত্ববোধ এ দেশের মানুষকে অনুপ্রাণিত করবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন।
×