ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্সেল ক্লাব কাপ হকিতে ঊষা ও মেরিনারের জয়

প্রকাশিত: ০৬:২৭, ২৭ এপ্রিল ২০১৬

মার্সেল ক্লাব কাপ হকিতে ঊষা ও মেরিনারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান ‘মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্ট’-এ মঙ্গলবারের খেলায় ঊষা ক্রীড়া চক্র ৫-০ গোলে এ্যাজাক্স এসসিকে হারায়। উষা ক্রীড়া চক্রের হাসান যুবায়ের নিলয় জোড়া গোল করেন। এছাড়া ১টি করে গোল করেন পুস্কর ক্ষিসা মিমো, মিঠুন ও মাহবুব হোসেন। অপর খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৯-০ গোলে সাধারণ বীমাকে হারায়। মেরিনারের আশরাফুল ইসলাম, রিমন কুমার ঘোষ এবং মামুনুর রহমান চয়ন জোড়া গোল করেন। ১টি করে গোল করেন মইনুল ইসলাম কৌশিক, রাজু আহমেদ তপু ও ডাম্বোস্কি নিকোলাই হেইঞ্জ। এবারের এই মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। ৯টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুটি দল ৯ মে শিরোপা নির্ধারণী ফাইনালে অংশ নেবে। নেপালের ওপর আইসিসির নিষেধাজ্ঞা স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটকে রাখতে হবে রাজনীতিমুক্ত। শুধু বোর্ডে কর্মকর্তাদের দ্বারাই পরিচালিত হবে সমন্ত কার্যক্রম। এটাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম। কিন্তু আইসিসির সহযোগী সদস্য দেশ নেপালে তা হচ্ছিল না। ক্রিকেট বোর্ডের ওপর সে দেশের সরকারের সরাসরি হস্তক্ষেপ থাকায় ক্রিকেট এ্যাসোসিয়েশন অব নেপালের (সিএএন) ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। আইসিসির সভায় মঙ্গলবার এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের ডিসেম্বরে পরিচালনার জন্য এ্যাডহক কমিটি গঠন করে নেপালের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর বিতর্কিত বার্ষিক সাধারণ সভায় সিএএনের প্রেসিডেন্ট নির্বাচিত হন চতুর বাহাদুর চাঁদ। যেখানে অনুপস্থিত থাকেন তৎকালীন প্রেসিডেন্ট তানকা আংবুহাং।
×