ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্মের নামে সহিংসতা

মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান বাংলাদেশের

প্রকাশিত: ০৫:৫০, ২৭ এপ্রিল ২০১৬

মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক রিপোর্টার ॥ বিশ্বজুড়ে ধর্মের নামে যে সহিংসতা চলছে, তার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালের জীবন ও কর্ম নিয়ে একটি আলোচনা সভায় এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গুরুত্ব সহকারে দৃঢ়তার সঙ্গে সমন্বিতভাবে সন্ত্রাসবাদের উল্লম্ফন ও সহিংস চরমপন্থা মোকাবেলায় এক কাতারে আসতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। প্রিন্স সৌদ আল ফয়সালের স্মরণে রিয়াদে কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইসলামিক স্টাডিজ আয়োজিত সম্মেলনে যোগ দিতে ২৪-২৬ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফর করছেন বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ রবিবার এ সম্মেলন উদ্বোধন করেন। প্রিন্স সৌদ আল ফয়সাল মুসলিম উম্মাহর কল্যাণে যে নেতৃত্বশীল ভূমিকা রাখেন তার উচ্ছ্বসিত প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বাহরাইনের উপপ্রধানমন্ত্রী, গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, লেবাননের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ওআইসি ও আরব লীগের মহাসচিব এবং অন্যান্য অনেক দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ সম্মেলনে যোগ দেন। সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আল জুবায়েরের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা বলেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সৌদি আরবের বাদশা সালমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শীঘই রাষ্ট্রীয় সফরে বাদশা সালমান স্বাগত জানাতে চান বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত সাক্ষাতের বিষয়ে একমত হন। এক্ষেত্রে গত ৬ জানুয়ারি রিয়াদে এবং ৮ মার্চ ঢাকায় তাদের সাক্ষাতের বিষয়টি উঠে আসে। এছাড়া কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
×