ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইসরাইলী কারাগার থেকে ফিলিস্তিনী বালিকার মুক্তি

প্রকাশিত: ০৪:২৩, ২৭ এপ্রিল ২০১৬

ইসরাইলী কারাগার থেকে ফিলিস্তিনী বালিকার মুক্তি

ইসরাইলী কারাগার থেকে দিমা আল-ওয়াওই (১২) নামে এক ফিলিস্তিনী বালিকাকে মুক্তি দেয়া হয়েছে। পশ্চিম তীরে বসতি স্থাপন করা ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা করায় তাকে আটক করা হয়। রবিবার এই ফিলিস্তিনী বালিকা নিজ বাড়িতে ফিরে যায়। এক আপীলের প্রেক্ষিতে তাকে মুক্তি দেয়া হয়। খবর গার্ডিয়ানের। পশ্চিমতীরের সবচেয়ে সংঘাতময় শহর হেবরনের কাছের হালহোল নামক গ্রামে দিমার বাড়িতে ৮০ জন আত্মীয় তাকে স্বাগত জানায়। আত্মীয়রা তাদের বাড়িটি বেলুন ও পোস্টার দিয়ে সাজায়। হামাস ও ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের ব্যানার দিয়ে বাড়ির দেয়ালগুলো ভরিয়ে দেয়া হয়। দিমা বলেন, আমি মুক্তি পেয়ে খুব খুশি। কারাগার অনেক খারাপ। কারাগারের বন্দী জীবনে আমি আমরা সহপাঠী, বন্ধু ও পরিবারকে খুব অনুভব করেছি। পাক-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ভারত-পাকিস্তান বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল কাশ্মীর। মঙ্গলবার সাউথ ব্লকে দুই দেশের সচিব পর্যায়ের আলোচনার শেষে এমনই জানালেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী। বৈঠকের কথা স্বীকার করল দিল্লীও। এদিন সাউথ ব্লকে হার্ট অব এশিয়া বৈঠকের প্রাক্কালে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতির লক্ষ্যে আলোচনায় বসেন দুই দেশের পররাষ্ট্র সচিব। বৈঠকের শেষে পাক পররাষ্ট্র সচিব জানিয়েছেন, জাতিসংঘের প্রস্তাব মেনে কাশ্মীর সম্পর্কে যথার্থ সমাধান প্রয়োজন। আলোচনায় দ্বিপাক্ষিক প্রেক্ষিতে মত আদান-প্রদানের সুযোগ পাওয়া গেছে। সচিব স্তরের এই দ্বিপাক্ষিক বৈঠকের কথা নিজস্ব টুইটার হ্যান্ডেলে স্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের তরফে মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, পাক বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ভারতের বিদেশ সচিব। -টাইমস অব ইন্ডিয়া
×