ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিৎজার পুরস্কার পেলেন অসমিয়া সাংবাদিক সঙ্ঘমিত্রা

প্রকাশিত: ০৪:২২, ২৭ এপ্রিল ২০১৬

পুলিৎজার পুরস্কার পেলেন অসমিয়া সাংবাদিক সঙ্ঘমিত্রা

ভারতের অসম রাজ্যের সাংবাদিক সঙ্ঘমিত্রা কলিতা এ বছর পুলিৎজার পুরস্কার পেয়েছেন। তিনি লস এ্যাঞ্জেলস টাইমস টিমের সদস্য হিসেবে ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে এ পুরস্কার পান। খবর অসম ট্রিবিউনের। সঙ্ঘমিত্রা ও তার দল সান বার্নান্ডিনো হামলার তদন্তের জন্য এ পুরস্কার পান। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র, অনলাইন জার্নালিজম, সাহিত্য ও সঙ্গীতে সাফল্যের জন্য পুলিৎজার পুরস্কার পান। তিনি অসমের মহেশ ও নির্মলা কলিতার সন্তান সঙ্ঘমিত্রা কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। মার্কিন সংবাদ সংস্থা এ্যাসোসিয়েট প্রেসের নিউ জার্সি ব্যুরোর চাকরি দিয়ে সাংবাদিকতার কেরিয়ার শুরু করেন তিনি। নিউইয়র্কের সংবাদপত্র নিউজ ডে-তে ভারতীয় অর্থনীতি ও বিশ্ববাজারে ভারতের অবস্থান নিয়ে প্রতিবেদনের সিরিজ লিখে পরিচিতি পান তিনি। ২০০৩ সালে বেস্ট বিজনেস স্টোরি হিসেবে প্রকাশিত হয় তার বেশ কিছু লেখা। শুধু সাংবাদিকতাই নয়, গল্পের বইও লিখেছেন সঙ্ঘমিত্রা। তিন উদ্বাস্তু পরিবারের কাহিনি নিয়ে লেখা ‘সাবার্বান সাহিবস’ বেশ জনপ্রিয়। বিদেশে দীর্ঘদিন থাকা সত্ত্বেও এখনও দেশের প্রতি মমত্ব অনুভব করেন সঙ্ঘমিত্রা। ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া নতুন মাঝারিপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে দ্বিতীয়বারের মতো প্রস্তুতি নিচ্ছে। ১০ দিন আগে প্রথম দফার উৎক্ষেপণ চরমভাবে ব্যর্থ হওয়ার পর তারা এ প্রচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম এ কথা জানায়। খবর এএফপির। গত সপ্তাহে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিন্দা জানানোর পর এ ধরনের যে কোন পরীক্ষা চালানো হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আরেকটি চপেটাঘাত। জাতিসংঘের বিদ্যমান প্রস্তাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত যে কোন প্রযুক্তির ব্যবহার উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারী সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, উত্তর কোরিয়া নিকট ভবিষ্যতে মুসুদান নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমন ইঙ্গিত পেয়েছে।
×