ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাসপোর্ট বই ইস্যু

রাজস্ব আয় ২০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা

প্রকাশিত: ০৩:৫৯, ২৭ এপ্রিল ২০১৬

রাজস্ব আয় ২০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস গত দেড় বছরে ৩৫ হাজার ৯২০টি পাসপোর্ট বই ইস্যু করেছে। এ থেকে সরকার রাজস্ব আয় করেছে ২০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। পাঁচদিনব্যাপী সেবা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার এসব তথ্য জানান কর্মকর্তারা। যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক নাজমুল আহসান হাবিব জানান, ২৪ থেকে ২৮ এপ্রিল পাসপোর্ট সেবা সপ্তাহ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ১০টি জেলায় ১০টি পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন করে এই সেবার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা জরুরী ফি ৬ হাজার ৯শ’ নিয়ে ৭ কর্মদিবসে এবং সাধারণ বই ৩ হাজার ৪৫০ টাকা ফি নিয়ে ১৫ কর্মদিবসে গ্রাহকদের পাসপোর্ট দিয়ে থাকি। বর্তমান নিয়মানুযায়ী সরকারী কর্মকর্তাদের পাসপোর্ট নিতে হলে স্ব স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এনওসি প্রদর্শন থাকতে হবে। না থাকলে তারা পাসপোর্ট পাবেন না। গত দেড় বছরে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস ২০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আয় করেছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে এক হাজার ৫৭২টি পাসপোট ইস্যু করে রাজস্ব আয় হয়েছে এক কোটি ১৯ লাখ ৯৭ হাজার টাকা, ফেব্রুয়ারি মাসে এক হাজার ৫৭১টি পাসপোট ইস্যু করে রাজস্ব আয় হয়েছে এক কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা ও মার্চ মাসে এক হাজার ৪শ’টি পাসপোট ইস্যু করে রাজস্ব আয় হয়েছে এক কোটি ৭১ লাখ ৩ হাজার টাকা। স্যামসাং নিয়ে এলো ‘নাইট ভিউ মনিটর’ স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ নিয়ে এলো এক্সক্লুসিভ নাইট মোড ফিচার সমৃদ্ধ ২২ ইঞ্চি ফুল এইচডি মনিটর। বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স, বাংলাদেশে নিয়ে এসেছে ‘নাইট ভিউ মনিটর’। রাত জেগে যারা পড়াশোনা করেন, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ তাদের কথা বিবেচনা করে এই এক্সক্লুসিভ মনিটরটি ডিজাইন করেছে। সর্বশেষ সংস্করণের এই মনিটরটির মাধ্যমে ব্যবহারকারীরা শুধু আশপাশের মানুষকে বিরক্ত করা ছাড়াই শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পারবেন তাই নয়, চোখকেও নিরাপদ রাখতে পারবেন। -বিজ্ঞপ্তি ব্যাংকে অনলাইন সেবা পাচ্ছে মাত্র ২ শতাংশ গ্রাহক সরকারী-বেসরকারী মিলিয়ে দেশের ৫৬টি ব্যাংকে প্রায় ৮ কোটি গ্রাহক হিসাবের মাত্র ২ শতাংশ অনলাইন সেবার সুবিধা পাচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে মোবাইলে ও এসএমএসের মাধমে এ সেবা গ্রহণকারী গ্রাহক হিসেব ১ কোটি ২৩ লাখের কিছু বেশি, যা মোট হিসাবের ১৫ দশমিক ৫৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের তৈরি করা এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল শেষে সব ব্যাংকে গ্রাহকের বিভিন্ন ধরনের মোট হিসাব (এ্যাকাউন্ট) রয়েছে ৭ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৩৯৬টি। যার মধ্যে ১৬ লাখ ২৯ হাজার ৭৭২টি হিসাব অনলাইন ব্যাংকিং সুবিধার আওতায় পরিচালিত হয়। শতাংশের হিসাবে এটি মাত্র ২ দশমিক শূন্য ৬ শতাংশ। এর বাইরের ৭ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার বা ৯৮ শতাংশ হিসাব অনলাইন ব্যাংকিং সুবিধার বাইরে রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×