ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন ॥ সিংহেরবাংলায় জমে উঠেছে মনোনয়ন যুদ্ধ

প্রকাশিত: ০৩:৪৭, ২৭ এপ্রিল ২০১৬

ইউপি নির্বাচন ॥ সিংহেরবাংলায় জমে উঠেছে মনোনয়ন যুদ্ধ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ এপ্রিল ॥ সদর উপজেলার ৪নং সিংহেরবাংলা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার ও মনোনয়ন যুদ্ধ বেশ জমে উঠেছে। জানা গেছে, সিংহেরবাংলা ইউনিয়নটি জেলা শহরঘেঁষে অবস্থিত হওয়ায় নির্বাচনী প্রচারের ঢেউ এসে লাগছে নেত্রকোনা শহরেও। বিশেষ করে সরকারী দল আওয়ামী লীগের মনোয়ন কে পাচ্ছেন- এ নিয়ে শহর-গ্রাম সর্বত্র চলছে সরব আলোচনা। স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, সিংহেরবাংলা ইউনিয়ন থেকে সাত প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই তরুণ। প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের ছেলে ও সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোফাক্কারুল ইসলাম মিলন, জেলা তরুণ লীগের নেতা হুমায়ুন কবীর, আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, সিদ্দিকুর রহমান, এনজিও কর্মকর্তা আলী আহসান সুমন ও যুবলীগ নেতা কামরুল ইসলাম। এরা প্রত্যেকে মনোনয়নের জন্য জেলা নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে লবিং করছেন। এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক জানান, তৃণমূলের মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় ওই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সর্বাধিক সমর্থন পেয়েছেন মোফাক্কারুল ইসলাম মিলন। তিনি দলের ১৮ সদস্যের মধ্যে ১৪ জনের সমর্থন পেয়েছেন। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মিলনের নাম জেলা কমিটিতে সুপারিশ আকারে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজভী এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুকুমার সরকার বলেন, তৃণমূলের সমর্থনে এগিয়ে আছেন মোফাক্কারুল ইসলাম মিলন। তিনি তরুণ প্রজন্মের প্রার্থী। তাই আমরা আশা করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মতামতকে গুরুত্ব দেবেন। আগামী ৪ জুন এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাবি প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপাচার্য ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে জাবি উপাচার্য ড. ফারজানা ইসলামের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা প্রক্টরের পদত্যাগ দাবি করে বলেন, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সবুজ সংকেত ছাড়া এ ধরনের কোনো হামলা ও গ্রেফতারের ঘটনা ঘটতে পারে না। এ ঘটনার সময় প্রক্টোরিয়াল বডি ও নিরাপত্তা কর্মকর্তারা নীরব ভূমিকায় ছিলেন, যা তাদের দায়িত্বে অবহেলার নামান্তর। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্রদের নিরাপত্তা দিতে সর্বোতভাবে ব্যর্থ হয়েছেন। এ জন্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে। অবৈধ জাল আটক নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ এপ্রিল ॥ বাউফলের তেঁতুলিয়া নদীর ধুলিয়া, নাজিরপুর ও চন্দ্রদ্বীপের চর ওয়াডেল পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ২৬টি বেহন্দি, ১টি পাই ও ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড (বগুড়া জাহাজ) অভিযান চালিয়ে জালগুলো আটক করে।
×