ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ নিহত চার

প্রকাশিত: ০৩:৪৭, ২৭ এপ্রিল ২০১৬

সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতা, শেরপুরে সাবেক স্কুলশিক্ষক ও দিনাজপুরে ট্রাকচালক, নারায়ণগঞ্জে শিক্ষার্থী নিহত হয়েছেন। খরব স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাঙ্গামাটি ॥ সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে সোমবার রাত ৮টায় রাঙ্গামাটি-তবলছড়ি সড়কের কেন্দ্রীয় কবরস্থান এলাকায় বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেনং রাখাইন (৫৫) নিহত হয়। আহত মেনংকে রাঙ্গামাটি হাসপাতালে নেয়ার পর রাতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শেরপুর ॥ মোটরসাইকেল চাপায় নূরুল আমীন (৮০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার নকলা উপজেলার কায়দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকারই বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে নূরুল আমীন নকলা শহরে যাওয়ার পথে কায়দা গ্রামের বকুল মিলিটারির বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল তাকে চাপা দেয়। দিনাজপুর ॥ বিরামপুর উপজেলার চ-ীপুরে দুটি ট্রাকের সংঘর্ষে এক জন নিহত ও ৪ জন আহত হয়েছে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় জেলার বিরামপুর উপজেলার চ-ীপুরে দুটি ট্রাক অভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুস সালামের পুত্র ট্রাকচালক মোস্তফা কামাল (৩৮) নিহত হয়। দুর্ঘটনায় আহত হয় আরও ৪ জন। নারায়ণগঞ্জ ॥ শহরের মাসদাইর এলাকায় সিমেন্ট ভর্তি একটি কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক এইচএসসি পরীক্ষার্থী ইয়াছিন আরাফাত (২২) নিহত হয়েছে। এ ঘটনায় সিয়াম (২১) নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইয়াছিন আরাফাত ফতুল্লার পঞ্চবটি গুলশানের মফিজুল ইসলামের একমাত্র ছেলে। দুই কোটি টাকার পলিথিন উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৬ এপ্রিল ॥ মঙ্গলবার সকালে শিবচর উপজেলার উৎরাইলহাট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্প। এসময় পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করে। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর গোডাউন থেকে কমপক্ষে ২০ লাখ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। উদ্ধারকৃত পলিথিেিনর বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। ১ম বর্ষ স্নাতক (পাস) ২য় রিলিজ স্লিপের মেধাতালিকা ২৮ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৬ এপ্রিল ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ২য় রিলিজ স্লিপের মেধাতালিকা আগামী ২৮ এপ্রিল প্রকাশ করা হবে। উভয় ফল ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে ১ম বর্ষ স্নাতক (পাস) এর ক্ষেত্রে (nuatdg roll no লিখে এবং প্রফেশনাল এর জন্য (nu athp< space> roll no লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল জানা যাবে এবং রাত ৯ টায় ওয়েবসাইট অথবা nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।
×