ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কুলে যাওয়ার পথে বখাটের হাতে ছাত্রী খুন

প্রকাশিত: ০৩:৪৫, ২৭ এপ্রিল ২০১৬

স্কুলে যাওয়ার পথে বখাটের হাতে ছাত্রী খুন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে। ঘটনাটি ঘটেছে মহালছড়ি উপজেলার দুর্গম গোলক্যাপাড়ায়। নিহত আয়না মারমা (১২) মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে গোলক্যাপাড়া গ্রামের বাসিন্দা মংহলাচাই মারমার মেয়ে। অপর দিকে বখাটে মংরে মারমা একই গ্রামের বাসিন্দা রাপ্রুচাই মারমার ছেলে। পুলিশ ও স্থানীয় সাংবাদিক মিল্টন চাকমা জানান, আয়না মারমা সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের মংরে মারমা ছাত্রীটিকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করে প্রথমে মহালছড়ি হাসপাতালে এবং পরে চট্টগ্রামে মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হলে মঙ্গলবার সকালে মারা যায়। যশোরে ছেলের হাতে মা খুন যশোর অফিস জানায়, স্ত্রীর কথায় রেগে গিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে মা সখিনা খাতুনকে (৫৬) হত্যা করেছে যশোরের মনিরামপুরের শ্যামকুড় গ্রামের সরদারপাড়ার শাহিন হোসেন নামে এক যুবক। আহত করেছেন তার পিতা বজলুর রহমানকেও। সোমবার দুপুরে নিজ বাড়িতে মাথায় আঘাত পাওয়ার পর বৃদ্ধা মা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই দিন রাতে মারা গেছেন। ময়মনসিংহে দুই বন্ধুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, পুরনো ব্রহ্মপুত্র নদের পাট গুদাম ব্রিজের পিলারের গোড়া থেকে সোমবার দুপুরে সাজন (১৮) ও ইমন (১৭) নামে দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শেরপুরে নবজাতক নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, শেরপুরে ফের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের পৌর ড্রেন থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। বুড়িগঙ্গায় দুই লাশ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ থেকে জানান, বুড়িগঙ্গা নদী থেকে মঙ্গলবার দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা। বেলা ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর সিমসনঘাট থেকে ভাসমান অবস্থায় সোহরাব মোল্লা (৫৫) নামে এক মাঝির লাশ উদ্ধার করা হয়। বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ এপ্রিল ॥ শেরপুরের পল্লীতে বিরল প্রজাতির দুটি বড় আকৃতির কচ্ছপ আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে আটক কচ্ছপ দুটিকে মৎস্য বিভাগের লোকজন উদ্ধার করে দশানী নদীতে অবমুক্ত করেছেন। জানা যায়, সোমবার বিকেলে দশানী নদীতে দেয়া ঘের ঘিরে মাছ শিকারের সময় দু’টি বিরল প্রজাতির কচ্ছপ আটক করেন খুনুয়া টিয়ারপাড় এলাকার হতদরিদ্র মৎস্যজীবী অজিত কুমার। শিশুখাদ্য আইন বিষয়ক সভা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মাতৃদুগ্ধ, বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহারের সরঞ্জমাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ বিষয়ে অবহিতকরণ সভা নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আধুনিক সদর হাসপাতালের সম্মেলনকক্ষে সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমান।
×