ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচারকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৩:৪১, ২৭ এপ্রিল ২০১৬

বিচারকের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৬ এপ্রিল ॥ সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে নির্বাচনপরবর্তী সহিংসতার নেতৃত্ব দেয়ার অভিযোগে এক জজের বিরুদ্ধে থানা ও কোর্টে মামলা দায়ের এবং সংবাদ সম্মেলন করে তার বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিচার দাবি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ শরীয়তপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী মোঃ তাজুল ইসলাম। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচনে বিনোদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নির্বাচনে মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ড মেম্বার পদে নির্বাচন করেন বাকাউল মুন্সি ও রওশন আরা আক্তার। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন আসাদুজ্জামান লিটন মুন্সি ও কল্পনা আক্তার। নির্বাচনে কল্পনা আক্তার ও আসাদুজ্জামান লিটন মুন্সি বিজয়ী হওয়ার পর পরাজিত দুই প্রার্থী ও তাদের সমর্থকদের বাড়িতে হামলা ও আক্রমণ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। এ হামলা ও লুটপাটের নেতৃত্ব ও আদেশ প্রদান করেন একজন বিচারক। তিনি চট্টগ্রাম মহানগরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সেলিম মিয়া। সেলিম মিয়ার বাড়ি বিনোদপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে। তিনি নির্বাচনের সময় ছুটিতে এসে উল্লিখিত বিজয়ী প্রার্থীদের পক্ষাবলম্বন করে ব্যাপক প্রভাব বিস্তার করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ঠিকাদাররা শিডিউল কিনতে পারছেন না স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সন্ত্রাসীদের বাধার কারণে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোর অফিসে টেন্ডার কিনতে পারছেন না সাধারণ ঠিকাদাররা। টেন্ডার কিনতে গেলে সন্ত্রাসীরা ঠিকাদারের পিছু পিছু অফিসের ভেতরে ঢুকে যাচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছে ঠিকাদাররা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোর অফিস ফ্ল্যাট বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য গত ৭ এপ্রিল টেন্ডার আহ্বান করে। টেন্ডারে প্রাকল্লিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায়ও প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১৩ এপ্রিল থেকে শিডিউল বিক্রি করার কথা। বিক্রির শেষ তারিখ ২৭ এপ্রিল। কিন্তু টেন্ডারবাজ সন্ত্রাসীদের বাধার কারণে সাধারণ ঠিকাদাররা টেন্ডার বিজ্ঞপ্তি কিনতে পারছে না। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোর অফিস টেন্ডারবাজ সন্ত্রাসী ঘিরে রেখেছে। কেউ তাদের উপেক্ষা করে শিডিউল কিনতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে অথবা প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ ঠিকাদাররা।
×