ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় পার্টির নেতাকর্মীদের সু-সংগঠিত হয়ে দেশ গঠনে কাজ করার আহবান এরশাদের

প্রকাশিত: ০১:৫৭, ২৬ এপ্রিল ২০১৬

জাতীয় পার্টির নেতাকর্মীদের সু-সংগঠিত হয়ে দেশ গঠনে কাজ করার আহবান এরশাদের

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, নির্ধারিত তারিখেই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলে গণতন্ত্র নেই বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গঠনতন্ত্র না জানার কারণে তিনি এ কথা বলেছেন। ঢাকা থেকে দুই দিনের সফরে রংপুরে আসা এরশাদের সাথে আজ মঙ্গলবার সকাল ১১টায় রংপুর মহানগরীর দর্শনায় নিজ ভবন পল্লী নিবাসে রংপুর মহানগর জাতীয় মটর শ্রমিক পার্টির নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। পাশাপাশি জাতীয় পার্টির তৃণমুল নেতাকর্মীদের আরো সু-সংগঠিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভুমিকা রাখার আহবান জানান এরশাদ। এরশাদ বলেন যারা জাতীয় পাটিকে ভালবাসেন তারা জাতীয় পাটি ধরে রেখে আছেন। আর ক্ষমতার লোভে কিছু লোক অন্য দল থেকে জাতীয় পার্টিতে এসেছিল। ক্ষমতায় না থাকায় তারা দল ছেড়েছেন। এতে দলের কোনো ক্ষতি হয়নি। বরং সুবিধাবাদীদের মুখোশ উম্মোচন হয়েছে। জাতীয় পার্টিতে কোন সুবিধাবাধীদের আর স্থান নেই। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলা আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব মোফাজ্জল হোসেন মাষ্টার, সদস্য সচিব সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, রংপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির, জাতীয় মটর শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় মটর শ্রমিক পার্টি রংপুর মর্ডাণ মোড় শাখার সভাপতি রুস্তম আলী, সাধারন সম্পাদক রফিকুর ইসলামসহ অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×