ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার ৪ রাজাকারকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রকাশিত: ০০:৪৩, ২৬ এপ্রিল ২০১৬

নেত্রকোনার ৪ রাজাকারকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার ৫ রাজাকারের মধ্যে ৪জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সেফ হোমে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই রাজাকারগন হলেন, আজিজুর রহমান, রমজান আলী, আশক আলী, ও মো. শাহ নেওয়াজ। ২ মে থেকে ৫ মে তাদেরকে একজন করে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে পারবে। চেয়ারম্যান বিচারপতি এম আনোয়রুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। প্রসি্িকউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত ।
×