ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ষষ্ঠ দিনের মতো দরপতন

প্রকাশিত: ০০:০৩, ২৬ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে ষষ্ঠ দিনের মতো দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দরপতন যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না পুঁজিবাজারের। টানা ষষ্ঠ দিনের মতো মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। তবে আগের দিনের তুলনায় মঙ্গলবারের দরপতন কছুটা বেশিও ছিল। সূচকের ওঠানামা শেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৩৯ পয়েন্ট। দরপতনের দিনেও স্বল্প মূলধনী কিছু কোম্পানির বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ২১ জুলাই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে ব্যাংকগুলোর বিনিয়োগকে কেন্দ্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের হতাশা বেড়েছে। কারণ ক্রমশ ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের দিন ঘনিয়ে আসলেও বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নেয়নি। যদিও অর্থ মন্ত্রণালয় খেকেও একাধিকবার মৌখিক নিদের্শনা দেওয়া হয়েছে। কিন্তু চোখে পড়ার মতো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। ফলে বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। যার কারণে লেনদেন ও সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টি কোম্পানির, দর কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির। ডিএসইতে ৩৪৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১২ কোটি ৩৬ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩১ কোটি ২৮ লাখ টাকা। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৮১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৪৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা বাংলাদেশ, ডরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রীড, মযুনা ওয়েল, অলিম্পিক ও এসিআই। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মুন্নু স্টাফলারস, রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু সিরামিক, লিব্রা ইনফিউশন, এ´িম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল টি, স্ট্যান্ডার্ড সিরামিক, কোহিনূর কেমিক্যাল ও প্রাইম লাইফ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইস্টার্ন ব্যাংক, বিচ হ্যাচারী, আইএসএন, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এনসিসি ব্যাংক, প্রগেসিভ লাইফ, বিডি ফাইনান্স, সাভার রিফ্যাক্টরীজ, নিটল ইন্স্যুরেন্স ও বিএসআরএম লিমিটেড। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১৮২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, ইস্টার্ন হাউজিং, এবিবি ১ম মিউচুয়াল ফান্ড, ডরিন পাওয়ার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এনসিসি ব্যাংক ও বে´িমকো।
×