ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদাবরে গ্যাস লাইটার বিস্ফোরনে দগ্ধ চারজন

প্রকাশিত: ২৩:৫৬, ২৬ এপ্রিল ২০১৬

আদাবরে গ্যাস লাইটার বিস্ফোরনে দগ্ধ চারজন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আদাবরে নবদা হাউজিং ঢালের উড়ালপাখি বাসস্ট্যান্ড এলাকায় চায়ের স্টলে গ্যাস লাইটার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতরা হচ্ছেন, মনির হোসেন (২৬), জুয়েল (২২), চা দোকানদার শাজাহান গাজী (৬০) ও দুলাল (২৮)। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, মনির হোসেনের ১৪ শতাংশ , জুয়েলের ৪ শতাংশ, শাহাজাহান গাজীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। আহত মনির জানান, মঙ্গলবার দুপুর ১২টায় নবদা হাউজিংয়ের উড়ল পাখি বাসস্ট্যান্ড সংলগ্ন শাজাহান গাজীর চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। মুহূর্তে আমাদের শরীরে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা তিনিসহ কয়েকজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, গ্যাস লাইটারে গ্যাস ঢোকানোর সময় লাইটারটি ঝাঁকুনি দিলে এ বিস্ফোরণ ঘটে। এতে চায়ের স্টলে থাকা চারজন দগ্ধ হন। দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুলালকে ছেড়ে দেয়া হয়েছে।
×