ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধ্যাপক হত্যাকান্ড ॥ আরো দুজন আটক, বিক্ষোভ

প্রকাশিত: ২০:৪৮, ২৬ এপ্রিল ২০১৬

অধ্যাপক হত্যাকান্ড ॥ আরো দুজন আটক, বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বাগমারায় অভিযোগ চালিয়ে তার নিজ গ্রামের মসজিদের ইমাম ও স্থানীয় এক মাদ্রাসার শিক্ষককে আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। আটককৃতরা হলেন, দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও গোপালপুর মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমান (৪৮)। এদের মধ্যে রায়হানের বাড়ি উপজেলার তালঘরিয়া ও মুনসুরের বাড়ি খাজাপাড়া গ্রামে। পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, প্রফেসর রেজাউল কমির সিদ্দিকী তার নিজ গ্রামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু তার গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী গান বাজনা পছন্দ করতেন না। সে গানের স্কুল প্রতিষ্ঠাতে বিরোধীতা করেন। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে আটক করে নিয়ে আসা হয়েছে। আর সন্দেহজনভাজন হিসেবে শিক্ষকের পাশের গ্রামের খাজাপাড়ার মাদ্রাসা শিক্ষক মুনসুরকে আটক করা হয়েছে। এ নিয়ে শিক্ষক হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হলো বলে জানান তিনি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে রাবি। বিক্ষোভ মিছিলসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী। বেলা পৌনে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে কাজলা থেকে বিনোদপুর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এসময় রাস্তার দুই ধারে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে শত শত যানবাহন।
×