ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আটঘরিয়ায় ১৪ আওয়ামীলীগ নেতাকে বহিস্কারের সুপারিশ

প্রকাশিত: ১৯:০০, ২৬ এপ্রিল ২০১৬

আটঘরিয়ায় ১৪ আওয়ামীলীগ নেতাকে বহিস্কারের সুপারিশ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ আটঘরিয়া উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও তাদের পক্ষে নির্বাচন করার অভিযোগ এনে দলিয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৪ নেতাকে বহিস্কারের প্রস্তাব পাঠিয়েছে উপজেলা আওয়ামীলীগ। সোমবার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগ এর সভায় এ সুপারিশ করা হয়। দলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত লিখিত পত্রে জানাযায়, উপজেলার মাজপাড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সদস্য শুভ বিশ্বাস, জেলা আ.লীগের উপদেষ্টা সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, সহ-সভাপতি জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহদপ্তর সম্পাদক আব্দুল মতিন, বিদ্রোহী প্রার্থী উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আহবায়ক আব্দুল বারী, ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার। চাঁদভা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ.লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান টুটুল, পাবনা জেলা আ.লীগের সদস্য ইশারত আলী। একদন্ত ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর আলী বিশ্বস, উপজেলা আ.লীগের সদস্য মোহাম্মদ আলী বিশ্বাস, একদন্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক হোসেন, লক্ষীপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক হেদায়েতুল্লাহ সহ ১৪ জন প্রার্থীকে বহিস্কারের জন্যে পাবনা জেলা কমিটির নিকট প্রস্তাব পাঠানো হয়েছে।
×