ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ের কাছে পাঞ্জাবের বড় হার

প্রকাশিত: ০৮:০১, ২৬ এপ্রিল ২০১৬

মুম্বাইয়ের কাছে পাঞ্জাবের বড় হার

স্পোর্টস রিপোর্টার ॥ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ২৫ রানে হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব। সোমবার প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৯ রান করে মুম্বাই। জবাবে ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। এর ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই রইল ডেভিড মিলারের দল। মুম্বাইয়ের ছুড়ে দেয়া বিশাল লক্ষ্যের জবাবে ব্যাট করতে নামলে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে শন মার্শ (৪৫) এবং গ্ল্যান ম্যাক্সওয়েল (৫৬) জয়ের আশা জাগালেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ১৬৪ রানেই থেমে যায় পাঞ্জাবের ইনিংস। তৃতীয় সর্বোচ্চ ৩০ রান করে এদিন অপরাজিত থাকেন পাঞ্জাবের অধিনায়ক মিলার। মুম্বাইয়ের হয়ে জাসপ্রিত বুমরাহ ৩টি এবং টিম সাউদি ও মিচেল ম্যাক্লিনাগান ২টি করে উইকেট লাভ করেন। এর আগে মোহালিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ৫৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন পার্থিব প্যাটেল। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেন মুম্বাইয়ের আম্বাতি রাইডু। ৩৭ বলে সমান ৪টি করে চার ও ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া জোশ বাটলারের ব্যাট থেকে আসে ২৪ রান। ৪ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে পাঞ্জাবের সফল বোলার মোহিত শর্মা। এছাড়া সন্দ্বীপ শর্মা, মিচেল জনসন এবং এ্যাক্সার প্যাটেল প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।
×