ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিটলারের নামে স্কুল!

প্রকাশিত: ০৬:১৯, ২৬ এপ্রিল ২০১৬

হিটলারের নামে স্কুল!

এবার মার্কিন মুলুকের টেক্সাসে সাবেক জার্মান শাসক এ্যাডলফ হিটলারের নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব করা হয়েছে। বিদ্যালয়টির বর্তমান নাম রবার্ট ই. লি এলিমেন্টারি স্কুলের পরিবর্তে ‘দি এ্যাডলফ হিটলার স্কুল ফর ফ্রেন্ডশিপ এ্যান্ড টলারেন্স’ রাখার এই প্রস্তাবে ইতোমধ্যে আটজন ভোট দিয়েছে। খবরে বলা হয়েছে, অনেকেই যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়কার এই কনফেডারেট জেনারেলের নামে স্কুল নিয়ে প্রশ্ন তোলে। এই পরিপ্রেক্ষিতে নতুন নাম প্রস্তাব করা হয় স্কুলের পরিচালনা পরিষদে। এতে অনেকের সঙ্গে নাৎসি নেতা হিটলারের নামও উঠে আসে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নামও প্রস্তাবে উঠে এসেছে। প্রস্তাবে আরও আছেন লেখিকা হার্পার লি, চলচ্চিত্র পরিচালক স্পাইক লি এবং প্রখ্যাত অভিনেতা ব্রুস লির নাম। তবে হিটলারের নামে স্কুলটির নামকরণের প্রস্তাবে অনেকে বিরূপ মন্তব্যও করেছে। আবার ট্রাম্পের নাম নিয়েও বিরক্তি প্রকাশ করেছে অনেকে। নামের এই প্রস্তাব নিয়ে ইতোমধ্যে ভোটগ্রহণ হয়েছে। এতে ট্রাম্প পেয়েছেন ৪৫, হার্পার লি ৩০ ও হিটলার পেয়েছেন ৮ ভোট। -হাফিংটন পোস্ট ও ফক্স নিউজ অবলম্বনে।
×